পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ--উপবঙ্গে দ্বীপমালা। ›�ግ ইচ্ছামতী হইতে কপোতাক্ষ পর্যন্ত ভৈরব নদের উভয়কূলে মহেশপুর প্রভৃতি স্থান লইয়া যোগীন্দ্রদ্বীপ, কপোতাক্ষ হইতে চিত্র পর্য্যন্ত লাটদ্বীপ এবং চিত্র হইতে মধুমতী পর্যন্ত পূৰ্ব্বাংশ কঙ্কদ্বীপ। বনগ্রামের উত্তরাংশ লইয়া যোগীন্দ্রদ্বীপ, মহেশপুর ইহার প্রধান নগর, তথায় কৈবর্তজাতীয় স্বৰ্য্য রাজার রাজধানী ছিল । * যশোহর সদর উপবিভাগের অধিকাংশ লইয়া লাটদ্বীপ। বারবাজার, মুড়লী, খাজুর প্রভৃতি প্রাচীন স্থান লাটদ্বীপের অন্তর্গত। পূৰ্ব্বে এ অংশে লাটুদিয়া পরগণা ছিল। চিত্র হইতে বলেশ্বর পর্য্যন্ত বিস্তৃত অংশকে কক্ষদ্বীপ বলিত। ইহারই দক্ষিণ সীমায় বৃদ্ধদ্বীপ। কঙ্কদ্বীপের দুইটি অংশ ; চিত্র হইতে উত্তর দিকে নবগঙ্গা পৰ্য্যন্ত এক অংশ ; প্রাচীন কাকদি পরগণা তাহার মধ্যবৰ্ত্তা; লক্ষ্মীপাশা প্রভৃতি প্রাচীন স্থান ঐ অংশের অন্তর্গত। চিত্র হইতে একদিকে ভৈরবের অপর পার এবং অন্যদিকে মধুমতী পৰ্য্যন্ত অন্ত ভাগ ; ইহারই মধ্যে চেঙ্গুটিয়া পরগণা। চেঙ্গুটিয়া, জগন্নাথপুর (সেখহাটি), নড়াইল, কালিয়া প্রভৃতি এই অংশের মধ্যে অবস্থিত। (১১) জয়দ্বীপ—নবদ্বীপের পূৰ্ব্বভাগে, স্বৰ্য্যদ্বীপের উত্তরাংশে, পূৰ্ব্বদিকে মধুমতী পৰ্য্যন্ত বিস্তৃত, উত্তরে গড়ই দ্বারা সীমাবদ্ধ, নবগঙ্গার পূর্বকূলবৰ্ত্তা বিস্তীর্ণ প্রদেশ জয়দ্বীপ। জয়পুর, জয়নগর, জয়রামপুর প্রভৃতি স্থান ইহার পূর্ব পরিচয় দিতেছে ; মহম্মদপুর, বিনোদপুর, নহাটা প্রভৃতি বিখ্যাত স্থানসমূহ এই দ্বীপের মধ্যবৰ্ত্তী। পদ্ধ হইতে গঙ্গা-সলিল লইয়া যশোহরে যে নবগঙ্গা প্রবাহিত হইয়াছিল, গঙ্গার মত তাহারও দ্বীপ গঠনের যথেষ্ট ক্ষমতার পরিচয় আছে। কুমার নদ হইতে বহির্গত হওয়ার পর কিছুদূর দক্ষিণে আসিয়াই আলুপদিয়া, সিরিজদিয়া শিরীষদ্বীপ)3াকড়দিয়া, নলদী (নলদ্বীপ)- সকল গুলিই এই জয়দ্বীপের অন্তর্গত। (১২) চন্দ্রদ্বীপ-খুলনা জেলার পূৰ্ব্বাংশ এবং বরিশাল জেলার দক্ষিণাংশ লইয়া গঠিত প্রসিদ্ধ বাকল রাজ্য। { -

  • মহেশপুরে স্বৰ্যরাজার যে দুটি পুষ্করিণী আছে, তাহার একটি ৰোগীক্স ও সঙ্কট যোগিীদহ নামে খ্যাত । -

t “মধুমত্যাঃ পূৰ্ব্বভাগে লোহিত্যস্য পশ্চিমে চ - यांनभूझ ३ऋांभठौ शिएउभिन६ चौभरमणश्" ॥७०॥ ५ tगदयान शूति । “পূৰ্ব্বস্মিন ব্ৰহ্মপুত্রশ ইচ্ছাখত তধোওঁৱে মধুমতি: পশ্চিমে চ সমুদ্ৰদক্ষিণে ওখা", মহাবশোবলী । እ¥ - -