পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ-উপবঙ্গে দ্বীপমালা। b\లిషా আমরা পূৰ্ব্বে যে দ্বাদশটি দ্বীপের উল্লেখ করিয়াছি, তন্মধ্যে কুশদ্বীপের অধিকাংশ, বৃদ্ধদ্বীপ, অন্ধদ্বীপ, স্বৰ্য্যদ্বীপ ও জয়দ্বীপের সম্পূর্ণাংশ, এবং চন্দ্রদ্বীপের কতকাংশ লইয়া যশোহর খুলনা গঠিত। তবে এই দুই জেলার সীমা ইহা অপেক্ষাও বিস্তৃত। সূৰ্য্যদ্বীপের উত্তরে, নবদ্বীপ ও জয়দ্বীপের মধ্যস্থলে যশোহর জেলার ঝিনাইদহ অঞ্চল কোন দ্বীপের অন্তবৰ্ত্ত ছিল, তাহা স্পষ্ট জানা যায় না। ঝিনাই দহ নামেও একটি দ্বীপের কথা বুঝাইয়া দেয় ; শুধু ঝিনাইদহ নহে, এ অঞ্চলে ফেনদহ, অঙ্গারদহ, * অজয়দহ, কল্যাণদহ, সাগরদহ, মধুদহ, রূপদহ প্রভৃতি দহসংযুক্ত বহুস্থান প্রাচীন দ্বীপ সংস্থানের পরিচয় দিতেছে। ইহা ব্যতীত বৃদ্ধদ্বীপ বা বুঢ়ানের দক্ষিণে অপেক্ষাকৃত আধুনিক সময়ে বহুদ্বীপের স্বষ্টি হইয়া সুন্দরবন অঞ্চলকে অনেকদূর দক্ষিণে বিস্তৃত করিয়া দিয়াছে। পূৰ্ব্বে সে সব অঞ্চলে লোকের বসতি ছিল না, এখনও তাহার অনেকস্থান বাসোপযোগী হয় নাই। এজন্ত প্রাচীন কারিকাদি গ্রন্থে সে সকল স্থানের কোনও বিশেষ বিবরণ পাওয়া যায় না। বৃদ্ধদ্বীপ দক্ষিণ পশ্চিম কোণ হইতে পূৰ্ব্বোত্তর দিকে কোণাকোণিভাবে অবস্থিত। উহার পূর্বপ্রান্তস্থিত বলেশ্বর বা বড় গঙ্গার অপর পারেই চক্রদ্বীপ। পূৰ্ব্বে চন্দ্রদ্বীপ রাজ্য বলেশ্বরের উভয়পারে বিস্তৃত ছিল, অর্থাৎ বর্তমান খুলনা জেলার বাগেরহাট উপবিভাগের অধিকাংশ চন্দ্রদ্বীপের অধিকৃত ছিল। চন্দ্রদ্বীপ অতি প্রাচীন রাজ্য। বর্তমান বাকল রাজবংশের পূর্বপুরুষ খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভে এখানে রাজ্যসংস্থাপন করেন বটে, কিন্তু তাহার পূৰ্ব্বেও চন্দ্রদ্বীপের অস্তিত্বের পরিচয় পাওয়া যায়। ধ্রুবানন্দ মিশ্রের প্রাচীন কারিক হইতে জানা যায় যে আদিশূর চন্দ্রদ্বীপ জয় করিয়াছিলেন। চক্রদ্বীপ পূৰ্ব্বে জলমগ্ন ছিল, পরে মহাদেবের ললাটাগ্নিতে জল শুষ্ক হইলে দ্বীপের উদ্ভেদ হয়। { এই

  • &शष्ट्रमांथ उल्लेiफ़ॉर्ष eधनौऊ “cमराव् ब्रोश्च” नामक अंश् cफ्नणश् ७ अश्रीब्रशाङ्ग्न शिदङ्ग१ আছে। উক্ত গ্রন্থের ভূমিকা ৮• পৃষ্ঠ ভ্রষ্টব্য।

জিত্ব চ বৌদ্ধ রাজাংস্তথা গোঁড়াধিপানূ বলাৎ। তাম্রলিপ্তি তথ। চন্দ্রদ্বীপং গ্রীহট্টসংজ্ঞৰুম্। মিশ্রকারিকা । চন্দ্রদ্বীপে পুর বিপ্রান্তোয়পূর্ণ চ ভূমিকা । মহাদেবপ্রসাদেন শুষ্ক ভূতা,হি মূৰ্ত্তিক । शलाप्नेोनशम्रोएश्न दिऔन९ श् िछेणः दङ् । স্থলীভূত চ পৃথিবী শৈবানী স্বশ্বকাকি। মেঘনাদপূৰ্ব্বভাগে পশ্চিমে চরগেশ্বরী। ३निजशूद्रौ शक्रनौन शभि१ प्रणशक्नबू।