পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৌদ্ধ সংঘারাম ఫితి రీ দেওয়া হইয়াছিল, এখনও ৪৫টি ইষ্টকমণ্ডিত রহিয়াছে। মসজিদকুড়ে দক্ষিণ পূৰ্ব্ব কোণের স্তম্ভটি প্রথম, উত্তর পূৰ্ব্বকোণের স্তম্ভ দ্বিতীয়, উত্তর পঞ্চিমকোণ ৩য় ও দক্ষিণ পশ্চিমকোণে ৪র্থ ধরিয়া লইলাম। প্রত্যেক স্তম্ভ দুইখানি থও প্রস্তরে নিৰ্ম্মিত। কিন্তু উহার প্রত্যেক খানির মাপ ভিন্ন ভিন্ন। প্রথম স্তম্ভে ৩ ফুট ও ৪-৭ ইঞ্চি প্রস্তরে মোট ৭.৭ ইঞ্চি দীর্ঘ ; তৃতীয় স্তম্ভ ৩:১০% ও ৪.৯ ইঞ্চি দীর্ঘ ছুইখানি পাথর মোট ৮.৭ ইঞ্চি দীর্ঘ। নিম্নে পাদপীঠে প্রস্তর ব। ইষ্টক কম বেশী দিয়া মোট দৈর্ঘ্য ঠিক রাখা হইয়াছে। ১ম স্তম্ভের উপরের অষ্টকোণ ৩ ফুট পাথরখানি যেভাবে লাগান হইয়াছে, চতুর্থস্তম্ভে নিয়ের ঠিক সেই ভাবের একখানি পাথর উণ্টা করিরা লাগান হইয়াছে। ১ম স্তম্ভে পাদপীঠে একখানি কালে পাথর আছে, কিন্তু অপর তিনটি স্তন্তে ঐস্থানে লাল পাথর আছে। এই সকল দেখিয়া সন্দেহ হয়, যে এ পাথরগুলি পূৰ্ব্বে অন্ত কোন প্রয়োজন সিদ্ধ করিয়াছিল। বৈদেশিক দর্শকও এইরূপ মন্তব্য প্রকাশ করিয়াছেন। . * তৃতীয়তঃ, মুসলমানের স্তম্ভাদিতে কোন জীবজন্তুর মূৰ্ত্তি ক্ষোদিত থাকিতে পারে না। কিন্তু খাজাহান আলির দুই একটি স্তম্ভে দেবমূৰ্ত্তি ক্ষোদিত আছে। বাগেরহাটে সাতগুম্বজ হইতে অৰ্দ্ধ মাইল উত্তর দিকে মগরার খালের উপর একটি স্থানকে জাহাজঘাট বলে। প্রবাদ এই—ঐ স্থানে খাজাহান আলির জাহাজ সকল আসিয়া লাগিত। ঐ স্থানে ঘাটের উপর একথানি প্রস্তরস্তম্ভ প্রায় সম্পূর্ণরূপে ভূপ্রোথিত রহিয়াছে, মাত্র ৪ ফুট উপরে আছে। ঐ অংশে একটি দেবীমূৰ্ত্তি উৎকীর্ণ রহিয়াছে। ইহা অষ্টভূজা মহিষমৰ্দিনী মূৰ্ত্তি। দেবী বামদিগের এক হস্তে মহিষাসুরের মস্তকের কেশ ধরিয়া, দক্ষিণদিগের এক হন্তে উহার বক্ষে ত্ৰিশূলের আঘাত করিতেছেন এবং দক্ষিণ দিকের এক হন্তে তরবারি রহিয়াছে, ইহা সুস্পষ্ট বুঝা যায়। এই মূৰ্ত্তি সিন্মুর চচ্চিত হইয়া হিন্দুর নিকট পূজিত হইতেছে। সাতগুম্বজের স্তম্ভ ও নিকটবর্তী স্থানে পতিত অন্তান্ত স্তম্ভের মত এই স্তম্ভ একই প্রস্তরে নিৰ্ম্মিত বলিয়া বোধ হয় এবং Sir James Westland writes of Masjidkur pillars:—" These stones were not brought there and were not fashioned for the purpose they at present fulfil. They belonged to some other structure and they were taken from it or from its ruins to form pillars in this mosque.” Report on Jessore pp. 16:7 * * - з