পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দনুজমর্দন দেব। २१d ৮ রাধেশ বাবুর আবিষ্কৃত (১) মহেন্দ্র দেবের মুদ্রা :– গোলাকৃতি, ওজন ১৭০ গ্রেণ, পরিধি ৩৫ ইঞ্চি। উহার প্রথম পৃষ্ঠে বঙ্গাক্ষরে লিখিত আছে—“শ্ৰীশ্ৰীমন্মহেন্দ্র দেবন্ত” ; দ্বিতীয় পৃষ্ঠে—“শ্ৰীচণ্ডীচরণ-পরায়ণ, পাণ্ডুনগর, শকাব্দ ( ) ৩৩৬ ” (২) দনুজমর্দন দেবের মুদ্রা :– আকার প্রায় গোল, ওজন ১৬৭ গ্রেণ, পরিধি ৩ ইঞ্চি। প্রথম পৃষ্ঠে বৃত্তমধ্যে বঙ্গাক্ষরে—“শ্ৰীশ্ৰীদমুজমর্দন দেব” ; দ্বিতীয় পৃষ্ঠে চতুষ্কমধ্যে “শ্ৰীচণ্ডীচরণ-পরায়ণ” ও উহার বাহিরে “পাঙুনগর, শকাব্দ ( ) ৩৩৯”। এই দুইটি মুদ্রাতেই marginal deletion বা পার্শ্বক্ষয়ের জন্য তারিখের সহস্রাঙ্কটি কাটিয়া গিয়াছে, তজ্জন্ত মহা অসুবিধা হইয়াছিল। উক্ত পার্শ্বক্ষয়ের কথা না ভাবিয়া বঙ্গাক্ষরযুক্ত মুদ্র দুইটিকে খৃষ্টীয় পঞ্চম শতাব্দীর মুদ্রা বলিয়৷ নির্দেশ করিতে গিয়া রাধেশ বাবুকে সুধী সমাজে হাস্তাম্পদ হইতে হইয়াছিল। কিন্তু তিনি তাহার জন্য দায়ী নহেন। তিনি যেমন পাইয়াছিলেন, তেমনই নির্দেশ না করিয়া পারেন নাই। আমাদের মুদ্র আবিষ্কৃত না হইলে এই সহস্রাঙ্ক কাটিয়া যাওয়ার কথা সহজে ধরা যাইত না । আমাদের আবিষ্কৃত দনুজমর্দন দেবের মুদ্রা :– গোলাকৃতি, ওজন ১৬০ গ্রেণ, পরিধি ৩ ইঞ্চি। প্রথম পৃষ্ঠে ষড়ভুজের মধ্যে বঙ্গাক্ষরে—“শ্ৰীদমুজমর্দন দেব” ; দ্বিতীয় পৃষ্ঠে —“শ্ৰীচণ্ডীচরণ-পরায়ণ, শকাবা ১৩৩৯, চন্দ্র দ্ব ( ) প।” ইহাতে তারিখটি অতি সুস্পষ্ট ভাবে আছে। উহাতে ১৩৩৯ শকাব্দ ব ১৪১৭ খৃষ্টাব্দ হয়। রাধেশ বাবুর মুদ্রায় ১ এই সহস্রাঙ্কটি কাটিয়া গিয়াছে, ইহা স্বচ্ছন্দে অনুমান করা যায়। তাহা হইলে মহেন্দ্র দেবের মুদ্রায় ১৩৩৬ শকাবা বা ১৪.৪ খৃষ্টাব্দ এবং দনুজমর্দনের অপর মুদ্রায়ও ১৪১৭ খৃষ্টান্ধ হয়। স্বাধীন রাজা না হইলে কেহ স্বনামে মুদ্র প্রচার করেন না। সুতরাং মুদ্রাত্রয় হইতেই প্রমাণিত হইতেছে যে মহেন্দ্র দেব পাণ্ডুনগর বা পাণ্ডুয়ার স্বাধীন রাজা ছিলেন, তাহার রাজত্বের১৪১৪ খৃষ্টাব্দের একটি মুদ্রা পাওয়া যাইতেছে ; তাছায় পর দনুজ বাবু ও আমার যে দুইটি প্রবন্ধ দনুজমর্দনের মুদ্র সম্বন্ধে প্রবাসীতে প্রকাশিত হয়, ঐ সময় भूयloणिद्र यांप्लांककिछ cश७ब्रा इहेग्रांश्णि। यवांनी, २७**, अंषि१ ।।