পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిe8 যশোহর-খুলনার ইতিহাস। অনল প্রদান করিতে প্রলুদ্ধ করে ; কারণ প্রতিহিংসার অসাধ্য কিছু নাই। ব্রাহ্মণ পরহিংসা করিতে গিয়া আত্মহিংসাই করিয়াছিলেন ; কারণ তিনি ধৰ্ম্ম বা রাজ্যলোভে অথবা সংস্পর্শ দোষে নিজের জাতি ধৰ্ম্ম বিসর্জন দিয়া মুসলমান ধৰ্ম্মে দীক্ষিত হইয়াছিলেন। তাহার পূৰ্ব্বে কি নাম ছিল, জানি না, জানিয়াও বিশেষ কাজ নাই; এখন তাহার নাম হইল মহম্মদ তাহের। তীক্ষুবুদ্ধি ব্রাহ্মণ ধৰ্ম্মত্যাগ করিয়া পাশবিক উন্নতির পথ পরিষ্কার করিয়া লইলেন। পয়ঃগ্ৰাম কম্বার নবাব হইলেন খাঁ জাহান আলি এবং তাহার উজীর হইলেন মহম্মদ তাহের । আর রায়চৌধুরীদিগের মত বহু ভূপতি ভয়ে তাহাদের দ্বারস্থ হইলেন। শীঘ্রই খী জাহান পয়ঃগ্ৰাম পরিত্যাগ করিয়া রাজ্য বিস্তার ও কৃষি পত্তনের উদ্দেণ্ডে বাগেরহাট অভিমুখে যাত্রা করিলেন। পয়ঃগ্রামে তৎপ্রদেশীয় শাসন কর্তৃত্ব মহম্মদ তাহেরের উপরই রাখিয়া গেলেন। ষে জাত্যস্তর বা ধৰ্ম্মান্তর গ্রহণ করে,তাহারই গোড়ামি অধিক বাড়িয়া থাকে। মহম্মদ তাহেরের তাহাই হইয়াছিল। তাহার গোড়ামির মাত্রা এত চড়িয়া গেল যে তাহার ধৰ্ম্মরঙ্গ দেখিয়া স্থানীয় হিন্দু মুসলমানে তাহাকে “পীর আলি” করিয়া লইল। পীর আলি নব ধৰ্ম্মানুশাসনে নানাভাবে হিন্দু বৌদ্ধ নানা জাতিকে মুসলমান ধৰ্ম্মে দীক্ষিত করিতে লাগিলেন । এই ভাবে যাহারা প্রকৃত ভাবে মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করিল, তাহারা "পীর আলি মুসলমান” বলিয়া চিহ্নিত হইল, এবং যাহারা ঐরূপ মুসলমানের সহিত সংশ্রব দোষে মুসলমান না হইয়াও সমাজচু্যত হইল, তাহার কেহ পীর আলি ব্রাহ্মণ, পীর আলি কায়স্থ, পীর আলি নাপিত ইত্যাদি থাকিয় গেল। এইরূপ পীর আলি বা পীরালি হিন্দু ও মুসল মান যশোহর-খুলনার বহুস্থানে বাস করিতেছেন। পীরালিগণের সহিত বৈবাহিক হুত্রে বহু ব্রাহ্মণ কায়স্থ সমাজে অপদস্থ হইয়া পীরালি শ্রেণীর অন্তভূক্ত হইয়া রহিয়াছেন । দক্ষিণডিহি নিবাসী পূৰ্ব্বোক্ত দক্ষিণানাথ রায়চৌধুরীর চারি পুত্রের মধ্যে কামদেব ও জয়দেব মহম্মদ তাহেরের অধীনে উচ্চ কার্ঘ্যে নিযুক্ত হন। মুসলমানের অধীন হইয়৷ চাকরী করিলেও রায়চৌধুরিগণ অত্যন্ত সন্মানিত এবং পরাক্রাপ্ত ছিলেন। তাহারা নিষ্ঠাবানু হিন্দু এজন্ত ইসলামধৰ্ম্মে দীক্ষিত ব্রাহ্মণতনয় মহম্বর তাহেরকে মনে মনে অত্যন্ত ঘৃণা করিতেন, মুখ ফুটিয়া বিশেষ কিছু বলিতে