পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পয়ঃগ্রাম-কসবা । రిణ(t গরিতেন না। ধৰ্ম্মান্তরিত মহম্মদ তাহেরও তাঁহাদের গোড়ামি সহ করিতে পারিতেন না ; এবং র্তাহার প্রতি সেই নিম্নস্থ কৰ্ম্মচারীদিগের অস্পষ্ট ঘৃণার ভাব যে তিনি বুঝিতে পারিতেন না, এমন নহে। ফলতঃ দুইদিকেই অন্তরাকাশে মেঘ সঞ্চয় হইতেছিল। নবদীক্ষিত পীরআলি গোড় হিন্দুকে স্বীয় মতে আনিয়া প্রতিশোধ লইবার কল্পনা পোষণ করিতেছিলেন। একদিন রোজা বা উপবাসের দিনে মহম্মদ তাহের ও কামদেব, জয়দেব প্রভৃতি কৰ্ম্মচারিগণ বসিয়া আছেন, এমন সময়ে একব্যক্তি তাহার নিজের বাট হইতে একটি সুগন্ধি কলম্বী লেবু আনিয়া উপহার দিল। পীর আলি উহার ঘ্রাণ লইতেছিলেন এমন সময় কামদেব বলিলেন, "হুজুর, ঘ্ৰাণ লইলে যে অৰ্দ্ধেক ভোজন হয়, আপনি যে গন্ধ গ্রহণ করিয়া রোজা ভাঙ্গিয়া ফেলিলেন?” এবং সঙ্গে সঙ্গে “গ্রাণেন চাৰ্দ্ধভোজনং’ বলিয়া সংস্কৃত শ্লোকেরও উল্লেখ করিলেন। পীর আলি বাহিরে একটু অপ্রতিভ হইলেন বটে, কিন্তু হাড়ে চটিয়া গেলেন এবং কামদেবের বিদ্রুপের বিকট প্রতিশোধ লইবার জন্য সঙ্কল্প করিলেন। গোপনে পরামর্শ স্থির হইল। একদিন তিনি প্রধান প্রধান হিন্দু মুসলমান প্রজাবৰ্গকে দরবারে আহবান করিলেন। দরবার-গৃহের পাশ্ববৰ্ত্তী ঘরে পলাণ্ডু প্রভৃতি সংযোগে গো-মাংস রন্ধন করা হইতেছিল। প্রজারা সকলে আসিলেন, কামদেব জয়দেবও যথা সময়ে দরবারে উপস্থিত হইলেন। কিন্তু দরবার-গৃহ পলাঙু প্রভৃতি মসল্লার গন্ধে ভরপুর হইয়াছিল। কামদেব প্রভৃতি নাকে কাপড় দিয়া বসিয়াছিলেন। তখন কঠোর বিদ্রপাত্মক স্বরে পীর আলি জিজ্ঞাসা করিলেন, “কি সংবাদ চৌধুরী, নাকে কাপড় কেন?” কামদেব মাংস গন্ধের কথা উল্লেখ করিলেন। অমনি পীর আলি বলিলেন, “সেখানে গো-মাংস রন্ধন হইতেছে, তাহা হইলে তোমাদেরও অৰ্দ্ধেক ভোজন করা হইয়াছে; সুতরাং জাতি গিয়াছে।” হিন্দুগণ শিহরিয়া উঠিলেন। কামদেব ও জয়দেবকে ধরিয়া জোর করিয়া তাহাদের মুখে সেই মাংস দেওয়া হইল, অনেকে সে দুৰ্গতি দেখিয়া ভয়ে পলায়ন করিল। দুই ভ্রাতা জাতিচু্যত হইয়া মুসলমান ধৰ্ম্ম পরিগ্রহ করিতে বাধ্য হইলেন। মহম্মদ তাহের তাহাদিগকে কামাল উদ্দীন ও জামাল डकौन शै। cशेपूो उनशि क्ञिा चाडगैड्रड कब्रिज লইলেন। সংশ্ৰব জন্তু లి: