পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9)\ు যশোহর-খুলনার ইতিহাস । সংস্থাপিত হইতেছে কিনা সন্দেহ। কারণ এই যে, এখন সব কাজ অর্থে করিতে হয় এবং সব কাজ অর্থে হয় না এবং গবর্ণমেণ্ট শত কাজের মধ্যে এই কাজের জন্ত সমগ্র দৃষ্ট দিতে পারেন না। তখন অবস্থা স্বতন্ত্র ছিল ; নবাগত সেনাপতি স্বকীয় কীৰ্ত্তি রক্ষার জন্ত একাগ্র চেষ্টায় সমস্ত সৈন্তের সাহায্যে বিনা ব্যয়ে স্বল্পায়াসে দুরূহ কাৰ্য সম্পাদন করিতেন এবং তাহার কার্য্যক্ষেত্রও সংকীর্ণগণ্ডীর মধ্যে আবদ্ধ ছিল। যাহা হউক, জলদানের মত পুণ্য নাই এবং এ পুণ্যের উপযুক্ত ক্ষেত্রই ভারতবর্ষ। - খ জাহান আলি এই পুণ্যে সমস্ত জাতীয় অধিবাসীর হৃদয়ে এক অপূৰ্ব্ব আধিপত্য সংস্থাপন করিয়াছিলেন ; এবং তাঁহারই বলে তিনি আজ হিন্দু মুসলমান উভয়জাতি দ্বারা পীর বা দেবতাজ্ঞানে পূজিত হইতেছেন। ঘোড়া দীঘি পূৰ্ব্বপশ্চিমে দীর্ঘ এবং ইহারই পূৰ্ব্ব পাখে খাঞ্জালীর স্ববিখ্যাত ঘাটুগুম্বজ বা সাত গুম্বজ নামক বিরাট, কীৰ্ত্তিমন্দির। এই ইষ্টকনিৰ্ম্মিত অট্টালিকা উত্তর-দক্ষিণে দীর্ঘ ও সাধারণ মসজিদের নিয়মানুসায়ে পূৰ্ব্বদিকে ইহার সদর। ইহার বাহিরের মাপ ১৫৯ – ৮ x ১০৪-৬" এবং ভিতরের মাপ ১৪৩—৩ ×৮৮-৬ ইঞ্চি ; ভিত্তি-৮ ফুট ; গৃহের ভিতর গুম্বজের ছাদের উচ্চতা প্রায় ২১ ফুট। সমস্ত গৃহে পূৰ্ব্বপশ্চিমে ৭টি করিয়া মোট ১১ সারিতে এ বিশ্ববিখ্যাত ইংরাজবাগী মহামতি বার্ক কর্ণাটদেশীয় জলাশয় প্রসঙ্গে যাহা বলিয়া গিয়াছেন, থাঞ্জালী ও সাঙ্গরামের জলপূণ্য সম্বন্ধে তাহা অবিকল উক্ত হইতে পারে ;–“These are the manuments of real kings, who were the fathers of their people; tastators to a posterity which they embraced as their own. These are the grand sepulchres built by ambition, but by the ambition of an insatiable benevolence which; not contented with reigning in the dispensation of happiness during the contracted tenure of human life, had strained with all the reachings and graspings of a vivacious mind to extend the dominion of that bounty beyond the limits of nature and to perpetuate themselves through generations of generations as the guardians, the protectors and the nourishers of mankind. ! दाबू cऔब्रमान दनांक बांcशंद्रशt cख्श्रूः भांछिड़ेझे शकिरांब्र गधद्र अ३ जकल इनि পরিদর্শন করেন এবং খাপ্পাণীর কীৰ্ত্তি সম্বন্ধে ১৮৬৭ খৃষ্টাৰে এসিয়াটিক সোসাইটিতে একটি প্রবন্ধ পাঠ করেন। উহাতে যে সকল পরিমাণ দেওয়া হইয়াছিল, তাহার কয়েকটি ঠিক নহে। গেীরদাস বাবু ভিতরের মাপ ১ss"x৯৬ দিয়াছিলেন।