পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రివe যশোহর-খুলনার ইতিহাস । মসজিদের দশ যাহা হইয়াছিল, ইহার তাহ বাকী ছিল না , ইষ্টকাদি খসাইয়৷ লইয়া লোকে অন্ত কাজে ব্যবহার করিত। কিন্তু সদাশয় গবর্ণমেণ্টের কৃপায় ইহার সামান্ত সংস্কার ব্যবস্থা হইয়াছে ; জঙ্গল পরিষ্কৃত হইয়াছে ; সমস্ত কম্পাউণ্ডের চতুঃপাশ্বে তারের বেড়া দিয়া ঘিরিয়া রাখা হইয়াছে এবং একজন বেতনভোগী চৌকিদার নিযুক্ত আছে। যাট গুম্বজের চারিটি মিনারের শীর্ষ গুম্বজ সম্পূর্ণ সংস্কৃত হইয়াছে; ২৮টি গুম্বজের উপর অল্প অল্প মেরামত করা হইয়াছে, ১৫টি গুম্বজ এখনও ভগ্ন বা শীর্ষশূন্ত অবস্থায় আছে, অপর ৩৪টি গুম্বজের উপর হস্তস্পর্শ হয় নাই ; উহাদের উপরিভাগের জমাট খসিয়া পড়িয়াছে বটে, কিন্তু অপূৰ্ব্ব স্থাপত্য-কৌশলে গুম্বজ এখনও সুদৃঢ় রহিয়াছে। গুম্বজ গঠন কিরূপ কঠিন ব্যাপার ছিল, তাহা সংস্কারের সময় গবর্ণমেণ্টের কার্য্যকারকগণ অনুভব করিয়াছেন। কিন্তু গবর্ণমেণ্টের যে ব্যবস্থায় দিল্লী আগ্রার পুরাকীৰ্ত্তি রক্ষার নিয়মিত চেষ্টা কার্য্যে পরিণত হইতেছে, সেই কীৰ্ত্তিমন্দির রক্ষাবিষয়ক আইন এখানে প্রযুক্ত হইলে নিম্নবঙ্গের একটি প্রধান কীৰ্ত্তি রক্ষিত হইবে। প্রস্তরবিহীন খুলনা জেলায় ষাট গুম্বজের মত বিরাট, অট্টালিকা যে মৰ্ম্মর স্বপ্নের স্থান অধিকার করিতেছে, তাহ সত্য কথা । খ। জাহানের খালিফতাবাদ সহর পশ্চিমে ঘোড়াদধি হইতে পূৰ্ব্বদিকে চারি মাইল দূরবর্তী ভৈরবনদের কূল পৰ্য্যন্ত এবং উত্তরে ভৈরবের প্রাচীন খাত বা মগরার খাল হইতে দক্ষিণে ২৩ মাইল দূরবর্তী কাড়াপাড়ার বিল পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। সহরের বাহিরে ও উত্তর এবং পশ্চিমদিকে অনেকদূর পর্যন্ত র্তাহার নিজের ও সহচরবর্গের নানা কীৰ্ত্তি দেখা যায়। প্রবাদ এই— ৩৬০ জন আউলিয়া বা ধৰ্ম্মপ্রাণ ফকির তাহার সঙ্গী হইয়া আসিয়াছিলেন। এই সংখ্যার সত্যতায় সম্পূর্ণ বিশ্বাস না করিলেও, তাহার সহচরের সংখ্যা যে শতাধিক ছিল, সে বিষয়ে কোন সন্দেহ নাই। কথিত আছে, প্রত্যেক সঙ্গীর জন্য তিনি একটি মসজিদ নিৰ্ম্মাণ ও একটি পুষ্করিণী খনন করিয়া দিয়াছিলেন ; এখনও শতাধিক এবম্বিধ মসজিদের ভগ্নাবশেষ দেখিতে পাওয়া যাইতেছে। , খ জাহানের সহচরগণের মধ্যে নিম্নলিখিত কয়েকজনের নাম পাওয়া গিয়াছে; গরিবসাহ, বেরাম সী ; বুড়া খা, ফতে খাঁ ; পীর খাঁ, মীর র্থ ;