পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○Qや যশোহর-খুলনার ইতিহাস। সম্ভবতঃ রাজকাৰ্য্য উপলক্ষে রূপসনাতন রামকেলিতে বাস করিবার পর উক্ত জ্যেষ্ঠভ্রাতা কোন চাকলার কৰ্ম্মাধ্যক্ষরূপে প্রেমভাগে বাস করিতেছিলেন। তাহার কথা উল্লেখ করিয়া হুসেন সাহ সনাতনকে তিরস্কার করিয়াছিলেন। পদ্মনাভের সময় হইতে চন্দ্রদ্বীপেও একটি বাড়ী ছিল। ঐস্থানে কনিষ্ঠ ভ্রাতা বল্লভ বাস করিতেন। এই বল্লভের পুত্র সুপ্রসিদ্ধ শ্ৰীজীব গোস্বামী। জীব অতি শিশুকালে রামকেলিতে জ্যেষ্ঠতাতদ্বয়ের সহিত বাস করিবার সময় চৈতন্তদেব তথায় গিয়াছিলেন। জীব গোপনে মহাপ্রভুকে দেখিয়াছিলেন। রূপসনতনের গৃহত্যাগের পর জীবও নবধৰ্ম্মে আত্মসমর্পণ করিতে ব্যাকুল হইয়া পড়েন। তখন তিনি চন্দ্রদ্বীপে বাস করিতেছিলেন। "ভক্তিরত্নাকরে” আছে —শ্ৰীজীব "অধ্যয়ন ছলে নবদ্বীপ যাত্র কৈল । * চন্দ্রদ্বীপবাসী লোক বিচারিল মনে। অবগু স্ত্রজীব যাইবেন বৃন্দাবনে ॥ শ্ৰীজীৰ সঙ্গের লোক বিদায় করিয়া । ফতেয়া হইতে চলে এক ভূত্য লইয়া।” এই ফতেয়া হইতে ফতেহাবাদের অন্তর্গত প্রেমভাগই বুঝাইতেছে। এখান হইতে জীব প্রথমতঃ নবদ্বীপ, পরে কাশীতে বিখ্যাত গুরুর নিকট বেদান্তাদি দর্শনশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্যলাভ করিয়া বৃন্দাবনে গিয়া জ্যেষ্ঠতাত স্ত্রীরূপের নিকট দীক্ষা গ্রহণ করেন। “বৈষ্ণব দিগদর্শনী” হইতে জানা যায় জীব ১৫১৩ খ্ৰীষ্টাব্দে জন্মগ্রহণ করিয়া ১৫৩৩ খৃষ্টাব্দে নবদ্বীপ যান। { রূপসনাতনের দেহত্যাগের পর জীবই বৃন্দাবনে প্রধান গোস্বামী হন। বৃন্দাবনের আচাৰ্য্যপদে মহাপ্রভূ রূপসনাতনকে বরণ করিয়াছিলেন। তথাকার আচাৰ্য্যদিগের মধ্যে যে ছয়জন গোস্বামী বৈষ্ণবজগতে সৰ্ব্বজনপরিচিত হইয়াছেন, তন্মধ্যে রূপসনাতন tgरु९ छौराहे थक्षांम ।

  • ठधन ठाशद्र वहन २• ब९नद्र भांज, शठब्रांर २ss* नक । cनई क्रनब्रहे छख्ना rाई छjनं करब्रन ।

+ বিশ্বকোষ, সপ্তম খণ্ড, ১০৯ পৃষ্ঠা।