পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8७ ) এহয়পি আরও কতকগুলি শব্দ সুবর্ণরেখার দক্ষিণে প্রচলিত অাছে ; উহার বিশুদ্ধ বাঙ্গালীর এইরূপ অপভ্রংশে সমুৎপন্ন ; অথবা দক্ষিণ দেশীয়দিগের দ্রুত কথন শক্তিডে, আংশিক স্বর ও ব্যঞ্জন বিলুপ্ত ছইয়া, ঈদৃক অপভ্রংশিক তাকার ধারণ করিয়াছে। ফলতঃ উপরিরুত সমালোচনায় মুস্পষ্ট বোধ হইতেছে যে বাঙ্গালীর পূর্বtঞ্চলীয়দিগের ন্যায় দক্ষিণাঞ্চলবাসীদিগের কথিত কোন কোন শব্দ স্বর বিরুতিতে বা তাই শবিলোপে পৃথকৃ বোধ হয় ; অন্যথা তাহদের কথিত ভাষা বাঙ্গাল হইতে স্বতন্ত্র লহে ; উহা বাঙ্গালাই । এখন বিশুদ্ধ বাঙ্গালার স্থানে বাঙ্গালার উন্নতি হইয়াছে দক্ষিণাঞ্চলীয় বাঙ্গালী এ পর্যন্ত পুৰ্ব্ববৎ আছে এইমাত্র বিশেষ । - দক্ষিণে এরূপ শব্দই প্রচলিত নাই, যাহা বাঙ্গালী বা অপভ্রষ্ট বাঙ্গালী নহে, অথবা এককালে বাঙ্গালীর সর্বত্র কথিত ন হইত। যাহা যশহী অশ্রাব্য ও অশুদ্ধ বোধে, এক্ষণ শিক্ষার বাহুল্যে বিশুদ্ধ বাঙ্গালীয় পরিত্যক্ত হুইতেছে সেই সকল অদ্যপি দক্ষিণে প্রচলিত আছে এই মাত্র বিশেষ । তবে যে ২১টা শব্দ বাঙ্গাল হইতে সম্পর্ণ পৃথক দৃষ্ট হয় তাহ বোধ হয় অসভ্য জাতির সংস্রবে প্রচলিত হইয়াছে। কিন্তু ঐরুপ শব্দের ভাগ অতি অলপ ; সহস্ত্রের মধ্যে একটী হয় কি না সন্দেহ । উত্ত্বর বাঙ্গালায় বাপ মা প্রভৃতি যে যে শব্দ সৰ্ব্বদ প্রচলিত আছে, উহাদিগকে দক্ষিণ বাঙ্গাল উৎ