পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৭ ] শাহ উত্তর করিলেন যে তুমি যদি ডাকাইতেরুদে র শব্দ না শুনিলা তবে সে সময়ে তোমার অবশ্য অতিশয় নিদ্র ছিল। তাহাতে স্ত্রী এই প্রত্যুত্তর ক রিল যে আমি নির্দুিত ছিলাম বটে কৃিন্তু এই ভর সাতে ঘুমাইলাম যে আপনি সকলের মঙ্গলের নিমিত্তে জাগ্রন্থ ছিলেন । বাদশাহ তাহার এই কথাতে কিছু বিরক্ত না হইয় তাহার হৃত বস্তু সকল ফিরিয়া দিলেনঃ * - ১ হাকিম কালিফ । '... হাকিমনামক কালিফ আপন ব্লুজৰাটীর ঞ্চিৎ বৃদ্ধি করিতে মনস্থ করিয়া তাঁহার সন্নিহিত এক খণ্ড ভূমি এক দরিদ্র স্ত্রীর স্থানে ক্রয় করিতে প্রসঙ্গ করিলেন কিন্তু সে স্ত্রী আপন পৈতৃক অধি কার বিক্রয় করিতে সন্মত না হওয়াতে আমলা রা কালিফের নামে তাহা বলপূৰ্ব্বক দখল করি ল। দরি দু স্ত্রী এই অত্যাচারের বিষয়ে নগরে র' প্রধানাধ:ক্ষের নিকটে তৎক্ষণাৎ নালিশ কৱি ল তিনি দেখিলেন যে এই বিষয় অতিশয় শ স্কাজনক। অতএব তিনি একটা থৈলী লই য়া অশ্বারোহণপূর্বক কালিফের নিকটে গমন করিয়া সেই থৈলী তাহার নবপ্রাপ্ত উদ্যানের মৃত্তিকাতে পরিপর্ণ করিতে অনুমতি প্রাথন করি লেন । হাকিম তাহার এই প্রার্থনাতে চমৎকৃত হই লেন কিন্তু তাহাকে ঐ পরিপণ করিতে অ