পাতা:রাধারাণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4षभ थ७ : डौिग्न अरिष्झ्न à লবঙ্গ এত টাকা দিত, তবে বড়বাড়ীতে ফুল যোগান দুঃখ কেন? শুন । একদিন মার জ্বর। অন্তঃপুরে বাবা যাইতে পারিবেন না—তবে আমি বৈ আর কে লবঙ্গলতাকে ফুল দিতে যাইবে ? আমি লবঙ্গের জন্ত ফুল লইয়া চলিলাম। অন্ধ হই, যাই হই—কলিকাতার রাস্ত সকল আমার নখদর্পণ ছিল। বেত্ৰহস্তে সৰ্ব্বত্র যাইতে পারিতাম, কখন গাড়ি ঘোড়ার সম্মুখে পড়ি নাই। অনেকবার পদচারীর ঘাড়ে পড়িয়াছি ঘটে—তাহার কারণ, কেহ কেহ অন্ধযুবতী দেখিয়া সাড়া দেয় মা, বরং বলে, “আ মলো । দেখতে পাস্নে ? কাণ না কি ? আমি ভাবিতাম, “উভয়তঃ ” - - ফুল লইয়া গিয়া লবঙ্গের কাছে গেলাম। দেখিয়া লবঙ্গ বলিলেন, “কি লো কাণী— আবার ফুল লইয়া মতে এয়েছিস্ কেন ?” কাণী বলিলে আমার হাড় জ্বলিয়া যাইতআমি কি কাৰ্য্য উত্তর দিতে যাইতেছিলাম, এমত সময়ে সেখানে হঠাৎ কাহার পদধ্বনি শুনিলাম—কে আসিল । যে আসিল—সে বলিল, “এ কে ছোট মা ?” ছোট মা ! তবে রামসদয়ের পুত্র। রামসদয়ের কোন পুত্র। বড় পুত্রের কণ্ঠ একদিন শুনিয়াছিলাম—সে এমন অমৃতময় নহে—এমন করিয়া কৰ্ণবিবর ভরিয়া, সুখ ঢালিয়া দেয় নাই। বুঝিলাম, এ ছোট বাবু। ছোট ম৷ বলিলেন, এবার বড় মৃত্যুকণ্ঠে বলিলেন, “ও কাণ ফুলওয়ালী।” “ফুলওয়ালী। আমি বলি বা কোন ভদ্রলোকের মেয়ে।” লবঙ্গ বলিলেন, “কেন গা, ফুলওয়ালী হইলে কি ভদ্রলোকের মেয়ে হয় না ?” ছোট বাবু অপ্রতিভ হইলেন। বলিলেন, “হবে না কেন ? এটি ত ভদ্রলোকের মেয়ের মতই বোধ হইতেছে। ত ওটি কাণা হইল কিসে y” লবঙ্গ । ও জন্মান্ধ । ছোট বাবু। দেখি ? ছোট বাবুর বড় বিষ্ঠার গৌরব ছিল। তিনি অন্যান্ত বিদ্যাও যেরূপ যত্বের সহিত শিক্ষা করিয়াছিলেন, অর্থের প্রত্যাশী না হইয়া চিকিৎসাশাস্ত্রেও সেইরূপ যত্ন করিয়াছিলেন । লোকে রাষ্ট্র করিত যে, শচীন্দ্র বাবু (ছোট বাবু) কেবল দরিদ্রগণের বিনামূল্যে চিকিৎসা করিবার জন্য চিকিৎসা শিখিতেছিলেন। “দেখি বলিয়া আমাকে বলিলেন, “একবার দাড়াও ত গ৷ ” আমি জড়সড় হইয়া দাড়াইলাম। ছোট বাবু বলিলেন, “আমার দিকে চাও।” ૨ $