পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిఫే যশোহর-খুলনার ইতিহাস ও পুণ্যকীৰ্ত্তির জন্য সুবিখ্যাত ছিলেন। রামকৃষ্ণের পত্নী শৰ্ব্বাণী দেবীর মৃত্যুর পর এই রাজা নাটাের রামজীবনের সহিত বন্দোবস্ত হয়। পটিক্স—বৎসাচার্য নামক এক সন্ন্যাসী পুটিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। ইনি বাগচি উপাধিধারী এবং বারেন্দ্রব্রাহ্মণ-বংশীয় কুলীন। সম্ভবতঃ টোডরমল্লই লস্করপুর পরগণা বৎসাচার্যের পুত্র পীতাম্বরের সহিত বন্দোবস্ত করেন। র্তাহার কনিষ্ঠ ভ্রাতা নীলাম্বরই প্রথম রাজা' উপাধি পান। এক্ষণে এই নীলাম্বরের ধারাই চলিতেছে। পীতাম্বর একজন ভৌমিক ছিলেন বটে, কিন্তু তিনি যে অন্তান্ত প্রধান ভৌমিকদিগের মত কোন বিশিষ্ট বীরত্ৰতে দীক্ষিত হইয়াছিলেন, এমন প্রমাণ নাই। নীলাম্বরের প্রপৌত্র দর্পনারায়ণের সময় নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রঘুনন্দন সামান্ত কার্য্যে পুটিয়া সরকারে প্রবেশ করেন এবং পুটিয়ার উকীলৰূপেই মুর্শিদাবাদে নবাব-দরবারে প্রেরিত হন। উড়িষ্য ও হিজলী-সুলেমান কররাণী কর্তৃক উড়িষ্যা বিজয়ের সময় হইতে আফগান জাতীয় কতলুখ লোহানী পুরীর শাসনকর্তা ছিলেন। । তাহারাই এক জ্ঞাতি ভ্রাতা ঈশা খাঁ লোহানী তাহার উকিল স্বরূপ রাজধানীতে থাকিতেন। সুলেমানের পুত্র দাযুদ্র স্বাধীনতা ঘোষণা করিলে, কতলু উড়িষ্যা অঞ্চলে প্রধান হন। আকমহলের যুদ্ধে দাযুদ্ধ পরাজিত ও নিহত হইলে, কতলুখ উড়িষ্যায় সৰ্ব্বেসৰ্ব্ব হন এবং ঈশা খাঁ তখন হইতে তাহার প্রধান মন্ত্রী হন। কতলুর মৃত্যুর পর (১৫৮৯) তাহার নাবালক পুত্ৰগণের পক্ষ হইতে ঈশা খাঁ বঙ্গের মুবাদার

  • The Rajas of Rajshahi, by Kishori Chand Mitra, Calcutta Review. 1873. p. 3.

t Badaoni, Il p. 174, Bloch. Ain, p. 366. { কতলু খ: তিনটি নাবালক পুত্র রাখিয়া মৃত্যুমুখে পতিত হন ঃ-নসিব শাহ, লোদী খাঁ, জামাল খাঁ ; এবা ঈশা খাঁ লোহানীর পাঁচ পুত্র ছিল -স্বলেমান, ওসমান, ওয়ালী, মুলী এবং tatson ( Makhzani Afghani) see Dorn's History of the Afghans, Vol. II. p, as. ব্লকম্যান ঈশার এক পুত্রের নামোল্লেখ করিতে ভুলিয়াছেন। Bloch, Ain, p. 32o. কতলুর মৃত্যুর পর সম্ভবতঃ তৎপুত্র নসিবের নামে উড়িষ্কার সনদ গৃহীত হয়, তজ্জন্তু নগিবের নামে শাহ সংযোগ দৃষ্ট হয়। ১৫৮৯ খৃষ্টাৰে মানসিংহ বঙ্গের হুবেদার হইয় আসেন, সেই বৎসরই কতলুর মৃত্যু হয়। তৎপুত্র জামাল খ। প্রতাপাদিত্যের সেনাপতি ছিলেন।