পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చి দেশ ও জ্বীতির পরিচুত্ব বিন্ধ পৰ্ব্বতের মধ্যবর্তী বেশীর ভাগ স্থান, এমন কি ধিন্ধের উত্তরে কয়েকটি জায়গা এবং বেরারের অধিকাংশ মহারা? জাতি কর্তৃক অধুস্থিত। , কঙ্কন দেশটি সমুদ্র-জলরেখা হইতে সহাদ্রির পদেশ পর্যন্ত চওড়ায় পঁচিশ হইতে ত্রিশ যাইলের বেশী হইবে না; দুই চারি জায়গায় বড় জোর পঞ্চাশ মাইল হইবে। কঙ্কসের অধিকাংশ তাই সমতল না। সহায়ি পূর্ব কির ভূখণ্ড যে কউখানি অসমতল, তাহা তোমরা মানচিত্ৰখানির উপর একবার চকু বুলাইলেই বুঝতে পরিবে। দেশটি একেবারে পর্বতে পৰ্বতে ভয়। অবশ্ব পশ্চিমঘাট পৰ্ব্বতের উপর কতকগুলিশে প্রশস্ত মালভূমি আছে? গুলিকে মাঠের টুর্থ বল। भशंद्राष्ट्रेष्ठ r কণ্ঠকট জমি বেশ সমতল ও উর্বর দেখা যায়। এইস্থানে ভুল উৎপন্ন হয়। দুই শাখ পৰ্ব্বতের মাঝে মাঝে খানিকটা করিয়া উপত্যক-ভূমি আছে, তাহাও বেশ উৰ্ব্বর। উছাতে বাস্থ, কোনার প্রভৃতি ফসল ধলে। সহত্রির অধিকাংশ ভাই, ৩৮৪ হইতে ৪০০ ফুট উচ্চ এবং দুরারোহ। আমূল পর্বতগাত্র নানারূপ বৃক্ষরতাপূর্ণ গভীর জঙ্গলে আবৃত। জঙ্গলে বাঘ-ভালুকের অস্তব নাই। পর্বতগাত্র দিয়া অসংখ্য সরিৎ ও ঋণ অবিরাম বহিতেছে। এক এক স্থান বৃক্ষলন্ডাবিরল ও জনমানবশূন্য। উত্তর ভারতের মত মহারাষ্ট্রদেশ শস্যশ্যামল ও ফল-ফসলে সমৃদ্ধ নহে। তবুও ব্রহ্মদেশের স্থায় ইহার জলবায়ু বেশ উপভোগ্য ও অনেকটা অপরিবর্তনশীল। বর্ষাকালে