পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

兹 দেশ ও জাতির পরিচয় দেখিতে পাইচ্ছে কি ? জুনীর হইতে দক্ষিণে কোলাপুর শহর পৰ্যন্ত যে মালভূমি ও পার্বত্য ভূখণ্ডসকল আছে, তাহার মধ্যে বল্প সংখ্যক মাওয়ালী, খোরা ও মুর নামক স্তিমটি পাৰ্ব্বত্য জ্ঞাঙি বাস করে। ইহাদের মধ্যে মাওয়ালী জাতির নাম সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। ইহার যেমন কষ্টসহিষ্ণু, তেমনি সাহসী ও দুর্ধর্ষ। শিৰাষ্ট্ৰীয় জীবন-কথায় ইহাদের কথা বিশেষভাবে জানিতে পারিত্রে। জুনীর হুইডে উত্তরে সাতপুৱা পৰ্বতমালার সামুণেশ পৰ্যন্ত কোল ও ভলদের বাসভূমি। ইহারাও খুব যুদ্ধপ্রিয়; শীকারে ও লুণ্ঠনে সমান ওস্তাদ । মহারাষ্ট্রগণ আর্ঘ্য ও দ্রাবিড় মহাজাতির সংমিশ্রণে উৎপন্ন বলিয়া অনেকেরই ধারা প্রথমত স্থাষ্ট্রের শকাগে উত্তর মহারাষ্ট্র জয় করিয়া লইয়া, অবাধে কিছুকাল পর্য্যন্ত দেশবাসীর সহিত বৈবাহিক আদান-প্রদান করে। শক, ইউচি প্রভৃত্তির সহিত জার্মারক মিশিয় রাজপুত জাতির স্বঃি ; সেই রাজপুত্ব জাতির রক্তও ইছাদের মধ্যে যথেষ্ট মিশিয়াছে বলিয়া অনুমিত হয়। তাহা ছাড়া, যদি পৌরাণিক উপকথায় বিন্দুমাত্র বিশ্বাস করিতে হয়, তাহা হইলে বলিতে হইবে খাটি আর্য জাতির সতিপূর্ব ও পশ্চিম দিকের দ্রাবিড়দের যথেষ্ট স্বাক্ষা ঘটবার সুযোগ ঘটিয়াছে । উত্তরভারত নিঃক্ষত্ৰিয় করিবার পর, ব্রাহ্মণ পরশুরাম গোক4 তীর্থ-দর্শনে আসেন । এই গোকৰ্ণ বর্তমান বেলামের দক্ষিণে অবস্থিত বলিয়া জানা যায়। তারপর তিনি ঋষি অগস্ত্যের