পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"ళ বিছিন্ন প্রাচীন ইঞ্জি.াস পূর্বেই বলিয়াছি, অন্ধুগণ পর্যক্রান্ত হইয়া মহারাষ্ট্রদেশ পর্যন্ত অধিকার করিয়া লইয়াছিল। অস্ত্রদেশে যে রাজবংশের প্রায় বত্রিশজন রাজা ২৩০ খৃষ্টান্স পর্যন্ত প্রায় চারশত বৎসর কাল রাজত্ব কঠিয়ছিলেন, তাহাঙ্গের নাম সাতবাহন বংশ। ইহার ব্ৰাহ্মণ ছিলেন; কিন্তু ক্ষত্রিয়ের স্থায় যুদ্ধ-বিগ্রহ ও রাজ্যশাসন BBBB BBB BBB BBBBB BBSBBB BBBS BBB করিতেন। ইহাদের ধামুকটঙ্ক নামক স্থানে রাজধানী ছিল। সম্ভবতঃ অঞ্চলীেয় এই স্বাস্তবাহন বংশীয় কোন রাজাকেই শালি বানে পরান্ত করিয়া, মহারাষ্ট্রদেশ স্বাধীন করিয়াছিলেন। ইছার পর শক ও ইউটি উত্তর ভারতের অধিকাংশ জয় কুরিয়া লইয়| এক বিরাট বায়ু পান করেন। ইউচিদের প্রসিদ্ধ দিগ্বিজয়ী রাজা ছিলেন কুধাবনীয় কনিষ্ক। দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগে আমরা দেখিতে পাই যে, মালব, গুর্জর, মিখিলা ও হাঃ জিয় জাতীয় শাসনকর্তী পুরুষপু বা পেশোয়ার কেন্দ্রীয় শৰু সম্রাটের প্রতিনিধি-স্বরূপ অধিষ্ঠিত রহিয়াছেন। এই শাসন-কর্তাদের উপাধি ছিল ক্ষত্রপ ( satrap )—এখন ইংরাঙ্গতে 'গভর্ণর বলিলে যাহা বুকি। কিছুকাল উত্তরমহারাষ্ট্রও শকদের অধীন ছিল। মহারাষ্ট্রের প্রথম ক্ষত্রপের নাম ছিল নাহাপনা। ইনি বৌদ্ধ ও ব্রাহ্মণ ধৰ্ম্মের উন্নতি সাধনে যথেষ্ট যত্নবান হইয়াছিলেন । শক বা কুমাদের সহিত প্রস্তুদের বরাবরই যুদ্ধবিগ্ৰহ

  • “ভারতবর্ষের ইতিহাস”—হরপ্রসাদ শাস্ত্রী; ৩৯ পৃষ্ঠা