পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कशक्कड़े 88 (৬) ওয়ারঙ্গল-ইহার প্রথম শাসনকৰ্ত্ত হইলেন জাজিম খাঁ । বেরার প্রদেশ দুইখণ্ডে বিভক্ত হইয়া স্বস্ট হইল— (৭) গয়াল-উত্তর ভাগ। ফতেউল্লা ইন্ম উলুমুম্ব, প্রথম শাসক । (৮) মাত্র-দক্ষিণ ভাগ। ইহার শাসন-কর্ষ হইয়া জাসিলেন হাবীদেশীয় খোদাবন্ধ । রাজমছেন্ত্রী - প্রদেশের শাসনকৰ্ত্ত নিজাম-উল-মুন্ধ, স্বলড়ানের অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। তিনি এক ব্রাহ্মণ কুলক্রানীর ছেলে ; কৈশোরে মুসলমান সিপাহী কর্তৃক বন্দী হইয় বাহমানী রাজ্যে নীড় হুইয়াছিলেন। স্থলত্তানের নজরে গড়িয়া ভাষার ভাগ্য ফিরিয়া যায়। মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করিয়া, তিনি 'হাজারী বা এক হাজার সৈম্ভের অধ্যক্ষ হইলেন। তারপর মাম গাওয়ানের বহু খোসামুী করিয়া, ক্রমে পঁাচ ও দশ হাজার সৈন্থের সেনাপতি-পদে উন্নীত হন। তারপর উক্টরেরই হুপরিশে তিনি ভৈলিঙ্গনের তরফদার হইয়াছিলেন । কিন্তু মাহমুদ গাওয়া হৈলিঙ্গন প্রদেশ ভাঙ্গির দুইভাগ করিয়া দেওয়ায়, তাহার প্রতাপ কিছু খৰ্ব্ব হইয়া পড়িল। ইহাতে তিনি ক্রুদ্ধ হইয়া, স্থূলতানের নিকট আসিয়া মিথ্যা করিয়া, উহার হিতৈষী বন্ধু গাওয়ানের নামে রাজদ্রোহের নালিশ রুজু করিলেন। এক প্রকার বিন বিচারেই এই উদারন্ধদয় ও বহুদর্শ উল্পীরের প্রাণীও হইল। তখন ধূর্ব নিজাম-উল-মুল্ক প্রধান মীর আসন