পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারা? 燃曾 রাজ্যগুলির মধ্যেও প্রাধান্ধু ও রাজসীমাবৃদ্ধি লইয়া কামড়কামুড়ি চলিল। তারপর ৰে ঘটনার সূত্রপাত হইল, তাই পৃথিবীর স্বাধীনতার ইতিহাসে সোনার অক্ষয়ে লিন্তি হিয়াছে { সপ্তম অধ্যায় আহমেদনগর বিজাপুর ও গোলকুণ্ডা रुश्मानौं ब्राछात्र श्डिाकाडी उँङ्गोत्र भाँश्थूल शांसप्लान्। বিজাপুর তরফের রাজ-প্রতিনিধি ছিলেন, তাহ পূৰ্ব্ব অধ্যায়েই বলা হইয়াছে। রাজাদেশে তাহার যখন প্রাণদণ্ড হইল, তখন ইউসুফ আদিল শাহকে ীেলতাবাদ তরফ হইতে বিজাপুরের তরফদার করিয়া পাঠায় দেওয়া হইল। বিজাপুরে আসিয়া উহার ক্ষমতা-বৃদ্ধির যথেষ্ট মুযোগ সুবিধা ঘটিতে লাগিল। অবশেষে ১৪৮৯ খৃষ্টাব্দে তিনি স্বাধীনতায় পতাকা উড়াইয়', বিজাপুর রাজ্যে আলি শাহী রাজবংশের পত্তন করিলেন। এদিকে দৌলতাবাদেয় তরফদারের পদ খালি পড়িয়াছিল । তখন কিছুদিন পর্যন্ত নিজাম-উল-মুল্ক প্রায়শ: রাজধানীতে