পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

H জহিমেদনগর, বিজাপুর ও গোলকুণ্ডী ছিলেন তিনি নিজেই। বস্তু দিন পর্যন্ত উছার সস্তান-সন্তুক্তি হইল না দেখিয়া, তিনি সন্ত্ৰীক তুলজাপুরের প্রসিদ্ধ ভবানী দেবীর মন্দিরে, পূজা মানং করিলেন। কিন্তু ইহাতেও যখন ফল হইল না, তখন তাহার শাহ শরীফ নামক এক প্রসিদ্ধ পীরের আশীৰ্বাদ ভিক্ষা করিলেন। পরের দোয়ায় ১৫৯৪ খৃষ্টাব্দে দীপাবাঈ এক বলিষ্ঠ পুত্রসন্তান প্রমৰ করিলেন। পরের প্রতি কৃতজ্ঞতা দেখাইতে র্তাহারা পুত্রের নাম রাখলেন শাহী। পরবৎসরে আর একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করিলে, তাহার নাম রাখা হইল শরীফন্ত্রী। মঙ্গল্পী ক্রমশঃ রাজধানীর মধ্যে ও বাহিরে বেশ একটু নাম कशिcफलिएनन। फॅशंद्र,शैब्रसू-शाऽिद्र रुष) হুলস্থান মুর্তজ নিজাম শাহবও কাণে উঠিয়াছিল। পদ-মৰ্যায়কিছু ছোট হইলেও মরক্টর সস্থত যাব রায়ের বন্ধুত্ব বেশ পাকিয় উঠল। শাহী তখন পাঁচ বৎসরের হদয়, স্বপুষ্ট ও সচঞ্চল শিশু। ংেলির নিক্সণরক্ষা করিতে, মল্লী উহার জ্যেষ্ঠ পুরকে লইয়া পঞ্চম নোলের দিন ধার রাওয়ের বাগানবাটীতে উপস্থিত হইলেন । গানবাজনা আমোদ-আহ্লাদে আসর সরগরম, ফাগুয়ার ছড়ায় সকলের দেহ লালে লাল । শাহজাঁকে দেখিয়া যাদব রাওয়ের বড় পছন্দ ছইল ; তারকে নিকটে ডাকিয় আদর করিয়া মুচুম্বন করিলেন। পাশেই তাছার তিন বৎসরের কন্যা জীজাবাই বসিয়াছিল। ঠাট্টাচ্ছলে কাকে জিজ্ঞাস কৰিলেন, খাম, এই ছেলেটিকে