পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায় যুঘলযুগে মহারাষ্ট্র ১৫২৬ খৃষ্টাব্দে পাণিপথের প্রথম যুদ্ধে দিল্লী সাম্রাজ্যে পাঠান আসন লুপ্ত ইয়া যায়। মুল জাতীয় বার দিল্লীর সম্রাট লয়৷ খোয়ালিয়র পর্যন্ত সমগ্র হিন্দুস্থান শাসন করেন। পরবর্তী মুঘল ক্ষম হান বা আফগান সম্রাট শেরশাং কখনও নার ক্ষিণ গ্ৰায়ের যুদ্ধ ঃি প্রেরণ করেন নাই। তারপর জার ময়ার্ট হইয়া, রাজপুতান, গুজরাট ও বাঙ্গালাদেশে ফুলশাসন ভূপ্রতিষ্ঠিত করিয়া, বিন্ধরির দক্ষিণে তীরে বিজয়-বাহিৰা tgहण कृत्विज्ञन। cभगई छैशन शक्राइन हरैन शाकत्र। খাদেশের বেশীর ভাগ ষোড়শ শঙ্কান্ধীর প্রথমেই এক আফগান রায়ার করলে পড়িয়ছিল; উহারেই বংশধরগণ এখানে নিশ্চিন্তু স্বাখ রাজা করিড়েছিলেন। খাদেশের মামান্য অংশ আহমেদ, নগরের অন্তৰ্ভুক্ত ছিল। আকবর সমস্ত থাম্মুেখী অধিকার কুরিয়া লইলেন। কাজেই আহমেদনগর রাজ্যের সছিন্ত মুঘলদের গোলমালপাকাইয়া উঠিল ৮. রাজ্যসীমানা বৃদ্ধি লইয়া আহমেদনগর, গোলকুঞ্জ ও বিজাপুর রাজ্যত্রয়ের মধ্যে প্রায়ই বাড়া-বটি, মারামারি, কাটাকাটি চলিত। ইহাতে এক এক সময় এক এক পক্ষ অত্যন্ত দুর্বল