পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भृशंबहुँ ** প্রভৃতি দুর্গ বিজ্ঞাপুরকে তৎক্ষণাৎ ফিরাইয় দেওয়া হইল। কল্যাণ জেলা এবং উমার কূল হইতে চাকুন জেলা পর্যন্ত আহমেদনগর রাজ্যের অংশ বিশেষ বিজাপুর-রঞ্জি উপরন্তু লাভ করিলেন। এই সকল স্থবিধা ও স্বত্ব উপভোগের জন্য বিজাপুর বাৎসরিক কুড়ি লক্ষ পাগোদা (একপ্রকার ক্ষুদ্র স্বর্ণমুদ্র, একটি প্রায় চার টাকার সমান) মুঘলরাজকোষে দিতে স্বীকৃত হইল। শাহী নিজের অধিকার" ছুগগুলি শত্র 'পমেণ্ড যুগলের ছাতে তুলিয়া দিলে, তিনি সম্রাটের ক্ষম পাইনে r-এইরূপ প্রতিশ্রুডিও সন্ধিপত্রে লিখিত্ব হইল। ইহার পরও শাহী কয়েক মাস জমা উৎসাহে যুদ্ধ গলাগছিলেন। শেষ ধন আৰু জি (স্থা) প্রভৃতি স্থানের সর্দারগণ অবরোধে বড়বল হইয় পড়লেন, তখন नाहंौ शन इनिझा, गृबाला निरृढ़ॆ षांश् Pाशि:गन (*७०१ গুঃ অঃ)। তারপর মুঘল সম্রাটের ইচ্ছায় তিনি বিজাপুরের চাকুরীতে পুনরায় বাহাল হইলেন এবং প্রৌঢ়ত্বের মধ্যস্থলে পৌঁছাইয়াও অল্পদিনের মধ্যে রাজ্যের দ্বিতীয় সেনাপতির পদে উন্নীত হইলেন। আহমেদনগর রাজ্য পুরাপুরি দিল্লী সম্রাটের খাশ, ইয়া গেল। শাহ জাঁর স্বত্বস্তুনির্মিত স্থলজান বেচারা গোয়ালার দুর্গে পূর্বের স্বলঙানের স্থায় চিরনির্বাসিত হইলেন। গোলকুণ্ডার ইতিহাসের সহিত আমাদের প্রত্যক্ষ সম্বন্ধ না ৰাখিলেও চলিৰে ; কারণ ইহাৰু অব্ধি জয় অংশেই মহারাষ্ট্র