পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

÷ነፃ স্বাধীনতাৰীজষ্ট্রোপণ সীতার বনবাস-কথা শুনিয়া শিবাল্পী যেমন কঁায়ি আকুল হইতেন, আবার কার্জন্ধের বীর কাহিনী শুনিয়া তেমনি আনন্দের উত্থানার স্বস্থির হইয়া পড়িতেন। তরুণ মানসে আবুকতা ও বীরত্বের বঙ্গ এমনি করির রোপিত হইল। ক্ষত্রিায়র শ্রেষ্ঠ শিক্ষা ছিল তখন অন্ত্রে। দাদাজী ক্ষণদেও তাহার স্বন্দোৰস্তু করিলেন। অল্পদিনের মধ্যেই বর্শা, খড়গ ও কিরীচ চালনায় কিশোর বয়সেই শিবাজী এরূপ অদ্ভুত নৈপুণ্য লাভ করিলেন যে, দাদাজী বিস্ময়ে নির্যাক হইয়া গেলেন। মাওয়ালী যোদ্ধাগণ বর্ণ-উীর-চালনায় পুরুষানুক্রমে ওস্তা ; তাহার শিবাজীর জানিয়ণে অপূৰ্ব্বক্ষগুধ্যে লক্ষা বা ক্টে করিল। মাওয়ালী সর্বারের ছেলের আদিয়া শিবাজীকে ७ख्रान् श्वेकान्न कनि । अश्कूनcक्छ श्रश गई शेख अङ्कउि হয়, অন্ধুর হইতে শিশুবৃক্ষ উদগত হইয়া উঠে। দাদাঙ্গী ক্ষণ দেও সাহেবের নিকট নিজের দেশের পরাধীনতার ইতিহাস গুনিয়া বালকের প্রাণের এক নিভূত কোণে এক টুকুর রঙ্গীন কল্পনায় মেঘ ধীরে ধীরে কারা-পরিগ্রহ, করিল। ছিঃ পরাধীন দেশের স্মৃত্ত্বিকায় আমার জন্ম । ইহাকে কি স্বাধীন করা যায় না ? প্রথমতঃ মাওয়ালী সর্দারের ছেলেদের সহিত মিলিয়া তিনি দূর জঙ্গলে নেকড়ে, শূকর ও ভালুক শিকারে যাইতেন। কখনও কখনও চারি পাঁচদিনের রাস্তা ও গিরি-গরি পার হইয়া, তিনি সদলবলে ঘোড়ায় চড়িয়া বেড়াইয় বেড়াইতেন । শেষে দুই একজন মাওয়ালী সর্দার হার মাথায় লুণ্ঠনের ধারণা চুকাইয় দিল।