পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্র *8 দিলেন। শিবাজী পূর্কের মতই উহাকে চাকুন দুর্গের কেল্লাদরিতে বাহাল রাখিলেন এবং উহার চতুদিকের গ্রামসমূহের অংশীলদার করিয়া দিলেন। ইছার পর একদিন শিবাজীর দলবল কোন্দন-দুর্গ অধিকার করিতে চলিল। মুসলমান কেল্লাম্বার যুদ্ধ না করিয়া, একট। মোটা রকমের ইনাম চাহিলেন। বিনা রক্তপাতেই কেন্দিন অধিকৃত হইল। মোট রকমের বকৃশীশ, পাইয়া, কেল্লাদার উাহার লোক-লঙ্কর, অন্ত্র ও রুশদ মাগুয়ালী সেনানায়কদের হাতে তুলিয়া দিয়া, হাসিমুখে চলিয়া গেলেন। শিবাটী এই যুগের নাম দিলেন ‘সিংহাড় । বাজী মোহিতে কিন্তু এই উদ্ধত ভাগ্নে বাবাঙ্গীর নিকট মাথা নত করিতে চাছিলেন না । তখন ড়নাত্নীর নায়কত্বে একদল মাওয়ালী সৈন্থ গভীর মিশাখে বাঙ্গী মোহিতের *াড়ী ও উড়ার তিন শত বিজাপুরী ঘোড় সওয়ারকে আক্রমণ করিল। তাদের চক্ষু হইতে ঘুমের ঘোর কাটিতে না কাটিতেই BBBB BBB BBB BB BD DBBS BBBB BBD বাঙ্গী মোহিন্তে ও তাঁহার দলবলকে মুক্তি দিয়া, সে-দেশ ছাড়িয়া যাইতে আজ্ঞা দিলেন । মোহিতের কতক মারাঠী সৈন্য শিবষ্ট্ৰীয় দলে চাকুরী লইল । পুণ ও সোপা পরগণ শিবাজীর পুরাপুরি অধিকারে আসিল। বড়মা ও ইঙ্গাপুর তহশিল হইতেও রীতিমত খাজনা আমায় হইতে লাগিল। সে অঞ্চলে শিবাজীর বিরুদ্ধে মাথা