পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:్స শিষ্ট্ৰাষ্ট্ৰীয় স্বাধীনঞ্জগুঞ্জম হুইল; সম্রাটের প্রতিনিধি শীঘ্রই কিতাপুরে গিয়া নুশুন সুলতান নির্বাচন করিবেন।••• বিজাপুর দরবারের সকলেই বুঝতে পারিল যে, বিজাপুর গ্রাস করিবার ইহা একটা ওর মাত্র। জানি মুঘল বাহিনীকে বাধ দিবার জন্য সঙ্গ সাজা রত্ব পড়িয়া গেল। অচির্মেীয়জুল্লা ও ঔরঙ্গজেব অগণন অশ্বারোহী ও পদাতিক লইয়া ক্ষীর { এই সময় "ঔরস্কারাষ্ট্রে পরিণত) পৰ দিয়া, বিজাপুরীমান্তে কল্যাণী নগরে অলিয়া উপস্থিত হইলেন । নগর-যুগ’তখনই বিজিত হইল। তারপর বিদরের কেরাও আক্রান্ত হইল। হঠাৎ কেল্লার বাকাখানায় আগুণ লগায় প্রায় সমস্ত স্থিাপুৰী সৈন্য পুড়া ছাই ইয়া গেল। ইয়ারের আর আমলের সীমা রছিল না। তিনিধিগ্রাম বিসর্জন দিয়া, গুলবগ ইষ্টতে অনবরত বিজাপুর-রাজধানীর অভিমুখে জাগাইয়া চলিলেন। মধ্যপথে ধনু মোহাম্মা ঠাহামের বাধা দিতে দণ্ডায়মান হইলেন; কিন্তু স্বচ্যুঃ মীরজুমলা উহাকে প্রচুর অর্থ দিয়া নিক্রিয় রাখলেন। রাজধানী বিজাপুর জল্প চেষ্টায়ই মুঘলদের হাতে আসিল (১৬৫৭ খৃঃ অঃ)। নবীন স্বলতা ও উছার মাত৷ সন্ধির প্রস্তাব করিয়া খেসারৎস্বরূপ এক কোট টাকা দিতে চালেন। কিন্তু ঔরঙ্গীবের একান্ত ইচ্ছ-বিজাপুরকে খাশ, করা। এমন সময় আগ্রী হইতে শাহজাহামের ধাত স্থাধিতে শয্যাশায়ী হওয়ার খবর আসিয়া পৌঁছিল। ঔরঙ্গীব তখনকার মত বিজাপুরের সন্ধির প্রস্তাব গ্রাহ করিয়া এক কোটি টাক