পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্র 然8 হস্তগত করিলেন এবং সৈন্যদল সহ তাড়াতাড়ি আগ্র অভিমুখে যাত্র করিলেন । ইহার পরে কি ঘটিয়াছিল, তাহা ইতিহাসপাঠকের অজানা নাই। যাহা হউক, বিজাপুর মুঘলের কয়াল এাস হইতে আপাততঃ রক্ষা পাইল। কিন্তু ঘরের কনিচে আর এক শত্র দিন দিন রাহুর মতবাড়িয়া, মুখ-বান করিতে লাগিল। ঔরঙ্গজেব বিজাপুর আক্রমণ করিড়ে আসিতেছেন শুনিয়াই শিবাজী উছার নিকট পত্র লিখিয়া সম্রাটের প্রতি উছার স্বাগত নূতন করিয়া স্মরণ করাষ্টয়া দিয়াছিলেন এবং দারুলও সমুদ্র-তীরবর্তী স্থানসমূহ মুঘলদের তরফ, হইয়া জয় করিয়া দিবার অনুমতি প্রার্থনা করিয়াছিলেন। ঔরঙ্গীব ভাবাকে সে অনুমতি দিছিলেন এবং বিজাপুর জয়ের নিমিত্র উহার সহিত ििलड इ३रङ थपूग्नेश कप्रिाझिलन्न। किस्त्र अपूपनि एक्षिाটাই লইয়াছিলেন, অনুরোধের মর্যাদাটা রক্ষা করেন মাই। रित्राभूद्रह भा?ान, ब्रिीब्र भूत-श्रेहे भशब्दांश्लेन श्रज। ছুইয়ের উচ্ছেদসাধনই স্তাবার জীবনের ব্রড। ওদিকে বিজাপুর-ঔরঙ্গজেবে যুদ্ধ লাগিয়াছে, এধারে শিবাজী নিজের কাজ গুছাইতে লাগিলেন। জুয়ার তখন মুঘল অধিকারে সমৃদ্ধিশালী শহর, তাহার দুর্গও তখন অত্যন্ত শক্তিশালী। জুন্নার আক্রমণ করিয়া তিনি তিন লক্ষ মোহর, দুই শত আক্বী অশ্ব ও বহু মূল্যবান পোষাক-আশাক লুণ্ঠন করিলেন। ভূতপূৰ্ব্ব রাজধানী আহমেদনগর আক্রমণ করিয়াও তিনি সাত শত ঘোড়া ও চারিটি হস্তী হস্তগত করিলেন। অতঃপর তিনি নূতন সৈন্যসংগ্রহে মন দিলেন ।