পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शक्षां xst লইলেন । পুনা নগরীতে শাহ জীয় মুসজ্জিত জটালিকায় সেনাপতি শীঘ্ৰেস্তার বাসা-ৰাষ্ট্ৰী নির্দিষ্ট হুইঙ্গ । নারীর মধ্যে ফৌজদারের বিনা আদেশে কোন মারাঠার প্রবেশ-অধিকার রছিল না। শায়েস্তা খায় অধীনে এক মারাঠা সেনানায়ক তাহার পুত্রের বিবাহের উদ্যোগ-আয়োজন করিতেছিল। শিবাজীর পূঙ্গণ তাহাকে অর্ণ দিয়া বশীভূত করিল। বরযাত্রীর দল যখন বাজনাবাঙ্গাইয়া, বাজী পুড়াইতে পূড়াইতে,সোল্লাসে নগর-প্লাম্ভ দিয়া অগ্রসর হইতেছিল, তখন,যশল্পী কল্প তানাজী মালঞ্জ ও হুই व्छ षम भeघ्नांौ ८शांझ! ज्ञइंद्र, इंग्लाइवार्ण ८भरें तब्रशांज़ेौम्न प्रलब्र মধ্যে ঢুকিয় পড়িলেন। তারপর রারি অন্ধকারে গা-চাকা দিয়া তিনি দলবলে শায়েঙ্ক ধার বাসা-বাটতে আসিয়া উপস্থিত হন। তখন রমজান মাল, মুসলমান প্রহরী ও ভৃত্যগণ সারাদিন রোজার পর রাত্রে খুব একচোটু খাইয়। মালিকা গঞ্জনে নিয়া যাইতেছিল। প্রথমে রান্না-বাড়ী দিয়া তাহারা বাটীর ভিতরে প্রবেশ করিয়া, দোতলার একটা ভাঙ্গা জানাল দিয়া একেবারে শায়েন্ত খায় শয়নকক্ষে গিয়া হাজার হইলেন। শায়েস্তা খায় এক বেগম জাগিয়া উঠিয়া টংকার করিয়া উঠলেন ; শায়েস্তা জাগিয়া উঠিয়া একলম্বে জানালার ধারে আসিলেন ; নীচেন্ন প্রহরীরা সচকিত হইয়া উঠিল । শিবাজীর মঙ্গিগণ নিদ্রিত ও অৰ্দ্ধ নিদ্রিত প্রহরীদের হত্যা করিতে করিতে বলিতে লাগিল, “তোরা বুৰি এমনি করিয়া