পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৪ ছত্রপত্তি শিবাণী বিজাপুরী সৈন্ত-বাহিনীর সম্মুখী হইলেন। যুদ্ধে তাহার টিকিতে পারিল না। সুলতান মুঘলের যথাসাধ্য দাবী মিটাইয়া কিছুদিনের মত শান্তি স্থাপন করিলেন বটে ; কিন্তু জয়সিংহ র্তাহার সৈন্যদল লইয়া নিকটেই রহিয়া গেলেন। ১৬৬৬ খৃষ্টাব্দে শিবাজী পাঁচশত অশ্বারোহী ও একহাজার মাওয়ালী পদাতিক লইয়া আগ্নে যাত্রা করিলেন । যাত্রাকালে র্তাহার মাতা জাঁজীবাঈকে রাজপ্রতিনিধি ও পেশওয়া মোরেশ্বর ত্রিমল পিঙ্গলেকে (ভানাম মোরো পন্থ ) সহকারী রাঙ্গ-প্রতিনিধি নিযুক্ত করিয়া গেলেন। আবাল্পী भाक७ ७ अश्शै शछ जशस्त्र पूर्श 8 ४गशालग्न छाँग्नrाश প্রধান কৰ্ম্মচারী হইয়া রছিলেন। দুই মাস পরে আগ্রা নগর-প্রান্তে উপনীত হইয়। শিবাজী তাহার গুট্যুদগমনের কোন উদ্যোগ-আয়োজন না দেখিয়া একটু ক্ষু হইলেন। তারপর দরবারে তাকে ভূতীয় শ্রেণীর ওয়ূরাহদের এক পাশে বণিতে দেওয়া হইল ; ইহাতে তিনি নিজেকে অত্যন্তু অপমানিত বোধ করিলেন । প্রকাশ্বে ইহার প্রেতিবাদ করিয়া, শিবাজী সদস্তুে আমু দরবার হইতে চলিয়া আসিলেন। পরদিন তিনি অনুচরসহ দিল্লী পরিত্যাগ করিবার প্রার্থনা করিতেই ঔরঙ্গজেব তাহ মজুর করিলেন। অনুচরগণ রওনা হইল বটে, কিন্তু শিবাজী ও শম্বুজী তাহদের গৃহে আটক হইলেন। মুঘল সিপাহী স্তাহার বাসভবনের চতুর্দিকে পাহারা দিতে লাগিল,বাহিরে আসিবার হুকুম নাই। þr