পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

aశి ছত্রপতি শিবাজী ইহার একমাস পরে পুরঙ্গর দুর্গও পুনরাধকৃত হয়। তারপর একে একে সমগ্ৰ কঙ্কন প্রদেশ শিবাজীর হাতে ফিরিয়া আলিঙ্গ} ১৭৭৬ সালে দ্বিতীয় বার মুরাট আক্রাস্তু ও বন্দরের অর্থাংশ আগুণে পোড়াইয়া দেওয়া হয়। ইংরাজ বণিকদের অনেকেই ধনরত্ন লইয়া পলাইয়া ছিলেন; কয়েকজন ইংরাজ শিবাজীকে উপহারেও তুষ্ট করিয়াছিলেন। তিন দিন ধরিয়া সমস্ত শহর অক্ষান্তরে লুষ্ঠিত হইয়াছিল। প্রভুক্ত ধনৱন্ধু সহ দেশে ফিরিবার কালে পাঁচ হাজার মোগল সৈন্থ ওঁহাকে নাসিকের নিকট দুই দিক হইতে আক্রমণ করে। কিন্তু বহু কষ্ট্রে শিবান্ধী সে সঙ্কট হইতে অক্ষত দেহে বামাল সমেত বাহির হইয়া আসেন। কয়েক মাল পরে প্রতাপ রাও গুঞ্জর ধান্দো-জয়ে বহির্গত হন। মূল কৌজদারওবোগরা যেখানেও কাবু হইয়া পড়িল । বড় বড় নগর অবরুদ্ধ ও লুষ্ঠিত হইল। এক এক জেলা হইতে সৈন্যদের খোরপোষের খরচ বাবদ মোট মোট খাদামি দেশমুখদের নিকট হইতে জোর করিয়া আদায় করা হইল । এই অভিযানের একটা স্মরণীয় ঘটনা হইল এই যে, শিবাজীর আদেশ অনুসারে প্রতীপ রাও সমগ্র ধাদেশের উপর স্থায়ী বাৎসরিক চৌধ ধাৰ্য্য করেন; অর্থাৎ প্রত্যেক মারাম দেশমুখ ও মুসলমান জমিদারকে ডাকাইয়া এইরূপ এক একটা কবুলিয়ং লিখাইয়া লইলেন যে, তাহারা মুঘল সম্রাটকে যে পরিমাণ কর দেন, তাহার এক চতুর্থাংশ শিবাজীকে প্রতি কিম্ভিতে দিতে ৰাধা থাকিবেন।