পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেন। $o مایع میاحی می گی “শিবকেষ্টোর মোকদ্দমার মুখে জঃিস্ ওয়েল্স্ নতুন ইণ্ডেণ্ট হন। তার সংস্কার ছিল, বাঙ্গালীদের মধ্যে প্রায় সকলেই মিথ্যাবাদী ও জালবাজ; সুতরাং মোকদ্দমার সময়ে যখন চার পী তুলে বক্তৃত ক্ষত্তেন, তখন প্রায়ই বলতেন, ‘বাঙ্গালীর মিথ্যাবাদী ও বর্বরের জাতি ? এতে বাঙ্গালীয়া অবশ্যই বলতে পারেন, "শতকরা দশ জন মিথ্যাবাদী বা বকবলে হ'লে যে আশি লম্বাই জনও মিথ্যাবাদী হবেন, এমন কোন কথা মাই --চারিদিকে অসন্তোষের গুজগাজ পড়ে গেল ; বড় দলের মোড়লের হাতে কাগজ পেলেন, ‘র্তেই ঘোটের যত মাখালো মাখালে৷ জায়গায় র্যোট পড়ে গেল, শেষে অনেক কষ্টে একটী সভা ক'রে সার চার্লস কাষ্ঠ গু মহাশয়ের নিকট দরখাস্ত করাই একপ্রকার স্থির হলো। কিন্তু সভা কোথায় হয় । বাঙ্গালীদের তো এক পদও সাধারণের স্থান নাই; টাউন হল সাহেবদের, নিমতলার ছাতখোলা হল গবর্মেন্টের, কালীমিত্তিরের ঘাটে হল নাই ; প্রসন্নকুমার ঠাকুর বাবুর ঘাটের চাদনীতে হতে পারে, কিন্তু ঠাকুর বাবুর পাঁচ জন সাহেব স্থবোর সঙ্গে আলাপ আছে, সুতরাং তাও পাওয়া কঠিন। শেষে রাজা রাধাকাস্তের নবরত্বের নাট-মন্দিরই প্রশস্ত বলে সিদ্ধান্ত হলো ! কাগজে বিজ্ঞাপন বেরুলে, “অমুক দিন রাজা রাধাকান্ত বাহাদুরের নবরত্বের

  • তার চালর্স উড তখন ভারতবর্ষের সেক্রেটারী অব ষ্টেট ছিলেন। ইহার সময়ে ভারতবর্ষের অনেক উন্নতি সংসাধিত হইয়াছিল।