পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ। മ്മ_ ) --ജ് সাহিত্য-সেবা ও সমাজ-সংস্কার’—বিবিধার্থ-সংগ্ৰহ, পরিদর্শক ও হতোম প্যাচার নক্সা। আমরা কালীপ্রসঙ্কের স্বদেশপ্রেমের যৎকিঞ্চিৎ পরিচয় প্রদান করিয়াছি। পূর্বেই উক্ত হইয়াছে যে, তাহার সাহিত্য-প্রেম তাহার স্বদেশপ্রেমেরই অঙ্গবিশেষ। জাতীয় সাহিত্যের উন্নতি ভিন্ন জাতীয় চরিত্রের উন্নতি অসম্ভব, এই সত্য উপলব্ধি করিয়া কালীপ্রসন্ন জ্ঞানেন্মেষকাল হইতেই সাহিত্য-চৰ্চায় মনোনিবেশ করিয়াছিলেন। র্তাহার প্রথম বাল্যরচনা, হিন্দুনাট্যশাস্ত্রের পুঃসাধন ও নাটক রচনা প্রভৃতির বিষয় পূর্বেই কথিত হইয়াছে। এক্ষণে তাহার অন্যান্য গ্রন্থাদির বিষয়ের উল্লেখ করিতেছি । যাহারা গত অৰ্দ্ধশতাব্দীর বাঙ্গাল সাহিত্যের আশ্চৰ্য্য উন্নতির কারণ অনুসন্ধান করিবেন, আমদিগের বিশ্বাস, তাহার বঙ্গভাষায় ইংরাজি সাহিত্যের প্রভাবকে তাহার অন্যতম প্রধান কারণ বলিয়া নির্দেশ করিবেন। এই নূতন যুগের প্রথম অবস্থায় ইংরাজী গ্রন্থাদির অনুবাদ যে সাহিত্যের কতদূর উন্নতিসাধন করিয়াছিল, তাহ এক্ষণে অনুভব করা অসম্ভব। বিদ্যাসাগর মহাশয়, অক্ষয়কুমার দত্ত, কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র, রাজকৃষ্ণ সাহিত্য-সেবা । ‘বিবিধার্থ সংগ্রহ।