পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3&o শিবাজীর বংশৃংঙ্গ, প্রকৃতির ছিলেন । পিতা ক্ৰমাগত তিরস্কার করিয়া অথবা মিষ্ট কথায় বুঝাইয়া ভঁাহাকে দোরস্তু করিতে পারেন নাই। অসুৎ সংসর্গে পড়িয়া তিনি মদ্যপান করিতে ও অক্ষান্ত পাপকাৰ্য্য করিতে শিক্ষা করিয়াছিলেন । পিতা একবার ঠাহাকে কড়া শাসন করিলে, তিনি ঔরঙ্গাবাদে গিয়া দিলীর ধার সহিত যোগ দেনৃ এবং মুসলমানের সাহায্য লইয়া পিতাকে শাপ্তি দিবেন বলিয়া শাসাইতে থাকেন। বহুকষ্ট্রে শিবান্ধী এই কুলাঙ্গার পুরকে উদ্ধার করিয়া আনিয়া, গানাঙ্ক দুর্গে নজরবন্দী করিয়া রাখেন। শিবান্ধীর মৃত্যুর সময়ও তিনি পানাল্লায় । অমাতাগণ র্তাহার দশবৎসর বয়স্ক স্নৎড়াই রাজারামকেসিংহাসনে বসাইবার মতলব অ'টিতেছেন, এমন সময় কোনক্রমে মুক্তি পাইয়া শম্ভুকী রায়গড়ে স্থালিয় উপস্থিত হইলেন এবং পিতার মুকুট একপ্রকার জোর করিয়াই নিজের মাথায় পরিলেন। কিন্তু তিনি পিতার আসনে বসিবার সম্পূর্ণ অনুপযুক্ত ছিলেন। রাজ্যশাসন ও সৈন্ত পরিচালনের সমস্ত ভার পেশওয়৷ মোরো পশ্বের হাতে দিয়া তিনি লর্ণদা পানাছার ও জ্যষ্ঠ আমোদেই মন্ত্র থাকতেন। রাঙ্গ হইয়া তাহার নিষ্ঠুরত চরমে উঠিল। তিনি রাজারামকে বন্দী করিলেন, তাহার মাত লয়েরাবাঈকে অতি নিষ্ঠুরভাবে হত্যা করিলেন এবং রাজারামের দল" কৰ্ম্মচারীদিগকে একযোগে বনী বা হতা করিলেন। পন্থসচিব অক্সঙ্গী দত্ত, শিবাজীর আকৃত্রিম সেবক চিৎনবীশ বঙ্গাঙ্গী ঔজী প্রমুখ বছলোক ঘাতকের খড়া-তলে