পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* Ե, মহাত্মা কালীপ্রসন্ন সিংহ ।

  • vへヘヘ*ヘヘヘヘヘヘヘヘヘヘ

সমালোচনাদি র্তাহার গভীর ভাষাজ্ঞানের পরিচয় প্রদান করিত। রাজেন্দ্রলাল সম্পাদকত্ব ত্যাগ করিলে, কালীপ্রসন্ন ঐ পত্রের সম্পাদকীয় ভার স্বয়ং গ্রহণ করিলেন :– مهمیم مس می “The Bibidartho Sangraha, a Bengalee illustrated monthly periodical, which was stopped for sometime since, has been revived under the auspices of Babu Kally Prosonno Sing of Jorasanko. This paper is one of the best of its kind and was at first edited by Babu Rajendralali Mitra, the well-known Director of the Ward's Institution and a native gentleman of large and various ability. We trust it will maintain the reputation under the management of Babu Kally Prosonno Sing.” —The Indian Field, July 6, 1861. কালীপ্রসন্ন ১৭৮২ শকাব্দীর বৈশাখ মাস হইতে ‘বিবিধার্থসংগ্রহ’ সম্পাদন করিতে আরম্ভ করেন । কতদিন তিনি উক্ত পত্র সম্পাদন করিয়াছিলেন, আমরা তাহ অবগত হইতে পারি নাই । র্তাহার সম্পাদিত সমস্ত সংখ্যাগুলি আমাদিগের হস্তগত হয় নাই, সুতরাং উহাতে প্রকাশিত কালীপ্রসন্নের স্বরচিত সন্দর্ভগুলির পরিচয় এ স্থলে প্রদান করা অসম্ভব। পত্ৰখানির সম্পাদন-ভার গ্রহণ করিয়াই কালীপ্রসন্ন যে ভূমিকা লিখিয়াছিলেন, তাহাই নিম্নে কুতূহলী পাঠকগণের অবগতির জন্য উদ্ধৃত হইল :– “১৭৭৬ শকে বঙ্গভাষানুবাদক-সমাজের আনুকূল্যে ত্রযুক্ত বাবু রজেন্দ্রলাল মিত্র কর্তৃক বিবিধার্থসংগ্রহ প্রথম প্রকাশিত হয়, এবং তদবধি ক্রমাগত ছয় বৎসর যথানিয়মে উদিত হইয়া t