পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*姆矮 শিৰাষ্ট্ৰীয় বংশধরগণ মহারাষ্ট্র দলপতিগণ সম্মিলিত হইয়া কাৰ্য্যক্ষেত্রে নামিবারঞ্জ সঙ্গেই চতুর্কিঙ্ক দিক হইতে মুঘলা উহাদের স্থাকিয়া ধরিল । রাঙ্গারাম বিশালগড় ঘূর্ণ পরিদর্শনেশিয়াছেন, এমন সময় হঠাৎ একদল মুঘল আসিয়া য়ায়গড়ে হানা দিল । শল্পীর বিধবা পত্নী ও বালক শিবাজী বন্দী হইয়া ঔরঙ্গজেবের নিকট নীত হইলেন। উরঙ্গজেবের কন্যাশন্তুঙ্গীর পীরগতিবেশ ভাব জমাইয়া লইলেন। শিবাজীর ওই শিশু পৌত্রটিকে দেখিয়াই বৃদ্ধ মুঘল সম্রাটের কেমন মমতা জম্মিল। তিনি তাহার ‘মাছ’ নাম দিয়, তাঁহাকে সমেন্ধে নিজের কাছে রাখিয়া দিলেন। রাজারাম বিপন্ন মহারাষ্ট্রের ভার রামচন্ত্র পন্থ বাওরীক্ষার ও প্রধান সেনাপতি মহাদেওজী নায়কের হত্বে দিয়া অঞ্চাঙ্ক जभाडा, काङ्गरुझन विख् जबूझग्न ७ ५कमर्त देगछ मठमठ भ्रषूह কর্ণাটে পলাইয়া গেলেন এবং জিগ্গীতে গিয়া নিজেকে রাজা বলিয়া ঘোষণা করিলেন । সেখানে গিয়াও নিস্তার নাই। অচিরে জিঞ্জী মুঘল কর্তৃক আক্রান্ত হইল এবং কয়েক বৎসরের নানা বিপর্যায়ের পর অধিকৃত হইল। কিন্তু রাজারাম তাহার দলবল সহ পলায়ন করিলেন। ইতোমধ্যে মহারাষ্ট্রে মুঘলরা অনেকগুলি দুর্গ দখল করিয়াছিল এবং অনেকগুলি মুবা হস্তগত করিয়াছিল ; পুনা জেলার ত্রিসীমানায় আর মারাঠী স্বাধীনতার চিহ্নমাত্র রহিল ধ। এই সময়ে সেনাপত্তি মহাদেওজা নায়কের মৃত্যুতে মহারাষ্ট্রীয়গণ আরও হতাশ হইয় পড়িল ।