পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ళ్సిఫి মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । MASAJSJMMMMMMAMMSJJJMSAM AMAJJJM JJMMA AMSJJSAASAASAASAASAASAAASMMMMMMAMMMMS নিকট সবিনয়ে নিবেদন এই যে, তাহারা পূর্বে যেরূপ অবকাশসময়ে নানাবিধ প্রস্তাবাদি লিখিয়া বিবিধার্থ অলঙ্কৃত করিতেন, এক্ষণে যেন তদনুরূপ সাহায্যে বিরত না হন ; বিবিধার্থে তাহাদিগেরও তুল্যাধিকার। শ্ৰীকালীপ্রসন্ন সিংহ। বিবিধার্থ-সংগ্রহ-সম্পাদক।” ১২৬৯ বঙ্গাব্দে পণ্ডিতবর জগন্মোহন তর্কালঙ্কার ও মদনগোপাল গোস্বামী পরিদর্শক” নামে একটি বাঙ্গালা দৈনিক সংবাদ পত্রের প্রবর্তন করেন । ‘বিবিধার্থ সংগ্রহে এই পত্রের সমালোচন প্রসঙ্গে কালীপ্রসন্ন লিখিয়াছিলেন :– “একখানি যথাবিহিত দৈনিক পত্রের নিমিত্ত আমরা বহু দিবসাবধি ক্ষুব্ধ ছিলাম ; পরিদর্শক আমাদিগের সে মনোরথ পূর্ণ করিয়াছে। বর্তমানে বাঙ্গালী সমাজ পরিদর্শক হইতে যত উপকার লাভে সমর্থ হইবেন, সোমপ্রকাশের প্রকাশ পূর্বে অন্যান্য বহুল সংবাদপত্র হইতে তাহ প্রত্যাশা করা যায় নাই । পরিদর্শকের এক বিষয়ে কিঞ্চিৎ অনটন দেখা যায়। আমরা পরিদর্শক হইতে যতদূর প্রত্যাশা করি, তাহার ক্ষুদ্র কলেবর সে ভার সহনে অসমর্থ; তন্নিমিত্ত আমরা পরিদর্শক সম্পাদকদিগকে অনুরোধ করি, তাহারা সাধারণের উপকারার্থ কিছু ক্ষতি স্বীকার করিয়াও পরিদর্শকের কলেবর বৃদ্ধি করুন।” ‘পরিদর্শক ।