পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ । ११ কালীপ্রসন্ন বিনামূল্যে মহাভারত বিতরিত করিয়াছিলেন। বিতরণ | ব্যয়সাধ্য বিরাট পুস্তক এরূপে দানের দৃষ্টান্ত বোধ হয় বঙ্গদেশে পূর্বে আর কখনও দেখা যায় নাই। আদি পৰ্ব্ব সমাপ্ত হইলে ১৭৮০ শকাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় এই মহাগ্রন্থ বিতরণের যে বিজ্ঞাপন প্রকাশিত হুইয়াছিল এবং যাহার প্রতিলিপি নিম্নে প্রদত্ত হইল, সেইরূপ বিজ্ঞাপন কি এ পর্য্যন্ত কোনও পাঠকের নয়নগোচর হইয়াছে ? বিজ্ঞাপন। শ্ৰীযুক্ত কালীপ্রসন্ন সিংহ মহোদয়কর্তৃক গদ্যে অনুবাদিত বাঙ্গালা মহাভারত। মহাভারতের আদি পৰ্ব্ব তত্ত্ববোধিনী সভার যন্ত্রে মুদ্রিত হইতেছে, অতি ত্বরায় মুদ্রিত হইয়৷ সাধারণে বিনামূল্যে বিতরিত হইবে। পুস্তক প্রস্তুত হইলেই পত্ৰলেখক মহাশয়দিগের নিকট প্রেরিত হইবে । ভিন্ন প্রদেশীয় মহাত্মারা পুস্তক প্রেরণ জন্য ডাক ষ্ট্যাম্প প্রেরণ করিবেন না। কারণ, পূর্ব প্রতিজ্ঞানুসারে ভিন্ন প্রদেশে পুস্তক প্রেরণের মাস্থল গ্রহণ করা যাইবে না। প্রত্যেক জেলায় পুস্তক বণ্টন জন্য এক একজন এজেণ্ট নিযুক্ত করা যাইবে, তাহা হইলে সর্বপ্রদেশীয় মহাত্মারা বিনাব্যয়ে আনুপূরিক সমুদায় খণ্ড সংগ্ৰহ করণে সক্ষম হইবেন। শ্রীরাধানাথ বিদ্যারত্ব। বিদ্যোৎসাহিনী সভার সম্পাদক ।