পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t) গ্রেগঞ্জর শাসঙ্গ किrtनछ**९गपूरू८डां★ भशप्र निशन रभिष्ठ नास्मि” বীর সৈন্তগণ তখন শিবিরে ছিল, তাহারা বিশ্বারাণ্ডরের মৃত্যু-সংবাদ শুনি আগেভাগেই খোড়া টাইয়া পলাইতে লাগিল। এদিকে দুরশীি তিনদিক হইতে মারাঠ পদাতিকগণকে ঘেরিয়া, হত্যার বিভীষিকা লাগাইয়া দিলেন। যোলো মাইল পৰ্য্যন্তু তাহারা মারাঠাদিগকে মারিতে মারিতে হঠাইয়া আনিয়, ছত্রড়া করিয়া দিল। বিশ্বাসও, সদাশিব এবং সাতাশ জন সেনাপতি এই যুদ্ধে প্রাণ হারাইলেন। সাধারণ লৈঙ্কের মৃত্যু সংখ্যা সম্বন্ত লাং,খানেক হইবে। তৃতীয় পাণিপথের এই যুদ্ধই মহারাষ্ট্রদের মেরুদণ্ড জন্ধের যত ভাঙ্গিয়া দিল। বৃদ্ধ মলহর রাও হোলকার যুদ্ধের গোড়াতেই আপন সৈন্য লইয়। সরিয়া পড়িয়াছিলেন। তিনি যদি যুদ্ধে বৰ্ব্বাস্থ্যকরণে যোগ দিতেন ও রাবোৰ নিজে সৈন্য-পরিচাগম করিতেন, তাছা হইলে বোধহয় মারাঠাদের এমন পরাজয়ের কালিমা সৰ্ব্বাঙ্গে লেপন করিতে হইত না। তদুপরি উত্তর-ভারতপ্রবাসী রেছিলা ও অযোধ্যার নবাব মুদ্ৰাউন্টেল আৱম্বর শাৎকে সাহায্যদাকরিলে,বোধ হয় ইতিহাসের ধারা এমন ভাবে বদলাইয়া যাইত না। যাৰ হউক, ইহার ফলে সমগ্র ভারতে মারাঠার রাজত্ব বিস্তারের আশানিন্মুল হইল। মুঘলও মারাঠার এই দুর্বলতার সুযোগ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এক তৃতীয় শক্তি ভারতের নাট্যমঞ্চে আত্মপ্রকাশ করিল --লে ইংরাজ । Y