পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8 মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । へ・ヘヘー。一ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ・ নাটক প্রণয়ন করিয়াছিলেন, এবং বহু অনুসন্ধানের পর এই পুস্তকখানি সংগ্ৰহ করিতে সমর্থ হইয়াছি। “বিক্রমোর্কশী ও ‘মালতী মাধবী যেরূপ কালিদাস ও ভবভূতির চিরসমাদৃত গ্রন্থ অবলম্বনে রচিত, সাবিত্ৰী সত্যবান সেইরূপ কোনও সংস্কৃত কবির গ্রন্থাবলম্বনে রচিত নহে। মহাভারত হইতে আখ্যানভাগ গ্রহণ করিয়া কালীপ্রসন্ন স্বীয় প্রতিভাবলে এই গ্রন্থে অপূৰ্ব্ব দৃশ্যপরম্পর অঙ্কিত করিয়াছেন। এই পুস্তকে অনেকগুলি তাল-মান-সঙ্গত সুন্দর সঙ্গীত সন্নিবিষ্ট হইয়াছে। আমরা এ স্থলে এই পুস্তক হইতে দুইট ধৰ্ম্মসঙ্গীত উদ্ধৃত করিব। ( , ) রাগ মল্লার,--তাল আড়াঠেকা । ভজরে অবোধ জীব সেই নিত্য সনাতনে। কৃতান্ত করেতে মুক্ত হবে যাহার স্মরণে ॥ মায়াতে মোহিত হয়ে, আপন আপন কয়ে, পরকাল মুক্তি পথ চিন্তা নাহি কর মনে, ংসারের এই রীতি, ক্ষণমাত্র হবে স্থিতি, অবশেষে কালগুহে ফল পাবে কৰ্ম্মগুণে । ( २ ) রাগিণী খাম্বাজ,--তাল একতাল।। এসে ভবের হাটে হরিনামটা কেউ ভুল না। মরণকালে হরি বিনে তরণ তরি কেউ পাবে না ৷