পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ళ মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । ASAMMMMMM AMMAMM AMMS M MAMA MMAAAS AAAAA MMJJMSMS SJSJJJJSJJJSJJJJJJJMMMMMAM MMMMCJJJJSSS নিবারণ করা এক্ষণে সম্ভব নহে । শুনিয়াছি, বর্তমান বাঙ্গালী সাহিত্যের পিতা ৬পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কর্তৃক এই পত্রিকাখনি সম্পাদিত হইত। কালীপ্রসন্ন লিখিয়াছেন ঃ— “এই ভারতবর্ষে কত কত মহাবল পরাক্রান্ত রাজাধিরাজের সুদূরবিস্তৃত পন্থ, সুদীর্ঘ দীঘিকা ও দুর্গম দুর্গ স্থাপন করিয়া গিয়াছেন ; কিন্তু কালের ভীষণ দশনে সেই সকলেরই কিছুমাত্র চিন্তু থাকিবে না। কত কত সুসমৃদ্ধ জনপদ গহন বিপিনে পরিণত ও নদীগর্ভে বিলীন হইয়া গিয়াছে। সুতরাং কেবল জ্ঞানচিহ্ন স্বরূপ গ্রন্থাদি ভিন্ন অপর কীৰ্ত্তিমাত্রই বিনশ্বর। গ্ৰস্থাদি ভাষার সহিত চিরদিন বর্তমান থাকে এবং নববির্ভূত লোকের নিকট চিরদিন নবীন বলিয়া প্রতীত হয়।” কালীপ্রসন্ন তাহার জ্ঞানচিহ্নস্বরূপ যে গ্রস্থাদি রাখিয়া গিয়াছেন, সেই সকলই তাহার সৎকীৰ্ত্তি রক্ষা করিবে । সাহিত্যের ন্যায় হিন্দুসঙ্গীতবিদ্যার উন্নতিবিধানেও norm। কালীপ্রসমের বিশেষ চেষ্টা ছিল। বিদ্যোৎসাহিনী থিয়েটারের প্রতিষ্ঠাতেই তাহার প্রকৃষ্ট পবিচয় পাওয়া যায়। ৬হিতেন্দ্রনাথ ঠাকুর ২য় বর্ষের পুণ্যে তাম্বুরু ও vকালীপ্রসন্ন সিংহ নামক প্রবন্ধে কালীপ্রসন্নের সঙ্গীতানুরাগের সুন্দর পরিচয় প্রদান করিয়াছেন। কালীপ্রসন্ন স্বয়ং তাম্বুরু নামক কলাবতী বীণার একরূপ কাগজের তুম্বী নিৰ্ম্মাণ করিবার জন্য চেষ্টা করিয়াছিলেন। সঙ্গীতশাস্ত্রবিদ