পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ssఫి মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । we cannot adequately express our regret that a career begun under such glowing promises should have come to such an abrupt and unfortunate close.” আজ কাল-সাগর-প্রবাহে কালীপ্রসম্নের মানবসুলভ দুর্বলতার ক্ষীণ কলঙ্ক-রেখা বিলীন হইয়া গিয়াছে। আজ র্তাহার মূৰ্ত্তি মূৰ্ত্ত স্বদেশপ্রেম, জাতীয়তা, সাহিত্য-প্রীতি, ও স্বধৰ্ম্মনিষ্ঠ রূপে প্রতিভাত হইতেছে। বঙ্গবাসিগণ ! এই দিব্যমূৰ্ত্তি দর্শন করিয়া হৃদয়কে নূতনভাবে অনুপ্রাণিত করুন। আপনাদের প্রাণে নূতন শক্তির সঞ্চার করুন। কালীপ্রসন্নের অবিনশ্বর আত্মা আজিও আপনাদিগের নিমিত্ত জগদীশ্বরসমীপে প্রার্থনা করিতেছেন, অবহিত হইয়া শ্রবণ করুন ঃ– “দেশীয় ক্ষমতাশালী ধনবান ব্যক্তিরা কায়মনে জন্মভূমির উন্নতি সাধনে নিযুক্ত হইয়া ধনের সার্থকতা সম্পাদন পূর্বক অবিনশ্বর সৎকীৰ্ত্তি লাভ করুন। তাহাদিগের যশঃসৌরভে ভূমণ্ডল পরিপূরিত হউক। বিদ্যার বিমলজোতি সাধারণের হৃদয়-নিহিত মোহান্ধকার দূর করুক। দীর্ঘকালমলিন ভারতবর্ষের সৌভাগ্য দিন দিন নবোদিত শশিকলার স্যায় বৃদ্ধি হউক। সহৃদয় সাধুজনের নিরাপদে চিরদিন স্বদেশীয় সাহিত্যরসাস্বাদনে কালাতিপাত করুন এরং শত শত অনুবাদক, গ্রন্থকার ও কবিবরের জন্মগ্রহণ পূর্বক ভাষাদেবীকে অনুপম অলঙ্কারে বিভূষিত করিয়া সাধুসমাজের মনোরঞ্জন করত: অমরতা লাভ করুন।” উপসংহার ।