পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3:త মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । عرہم ہم ہمی مہ হইলে তিনি ঐ উষ্ঠানে বঞ্চিত হইবেন। & * # 举 券 举 举 救 ১৮৫৯ সালের ১০ আইন কেবল তাহার একমাত্র পরিশ্রম যত্ন ও অধ্যবসায়ে প্রচলিত হয় তাহার কোন কোন ভাগে বঙ্গবাসী ৩ কোটী লোক স্বাধীন প্রায় হইয়াছে। জমিদারদিগের প্ৰজাগণের উপর আরতাদৃশ প্রভুত্ব নাই ; জমিদার মনে করিলেই প্রজাবগকে তাহার কৰ্ম্মালয়ে আসিতে হইবে, তিনি, শান্তিরক্ষকের অজ্ঞাতসারে প্রজার ধান্য বলপূর্বক গ্রহণ করিতে পারিবেন, এবপ্রকার বহুবিধ অনিষ্টকর নিয়ম একেবারে তিরোহিত হইয়া গিয়াছে। সাধারণ সম্প্রদায় ইংরাজদিগের পরামর্শে ভারতবর্ষীয় ব্যবস্থাপক সমাজে কতবার কত প্রকার ভয়ানক রাজবিধির পাণ্ডুলিপি উপস্থিত হইয়াছিল, কিন্তু তিনি অতীব সাবধানে প্রার্থিত বিধির সংস্কার, সংশোধন ও পরিবর্তনের পরামর্শ দিয়াছেন। রাজদ্বারে বাঙ্গালিগণ র্তাহাদ্বারা যত উপকার লাভ করিয়াছেন, চিরজীবন বিনিময়েও তাহা পরিশোধ্য নহে। বঙ্গবাসিগণ ! তোমাদিগের সেই মহোপকারী বান্ধব এক্ষণে বিগতজীবিত হইয়াছেন, আর তিনি তোমাদিগের উপকার সাধনে সমুগুত হইতে সমর্থ হইবেন না, আর তাহার লেখনী জন্মভূমির হিতসাধনে প্রধাবিত হইবেক না ; এক্ষণে আর তিনি নাই ! প্রিয় আত্মীয়বিরহে আপনার যতদূর দুঃখভারগ্রস্ত হন, প্রিয়তমা সহধৰ্ম্মিণীবিরহে আপনার যতদূর সস্তাপিত হইয়া