পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33ు মহাত্মা কালীপ্রসন্ন সিংহ। AMSSSMSSSMSSSMSSSMSSSMAJJS JJMJSMSMAMAMJJJJJMMeAJAMMMMJSJSJSMASASAJJAMS বঙ্গদেশের ব্রাহ্মগণ ! এইবার তোমাদিগকে সম্বোধনে উপযুক্ত অবসর প্রাপ্ত হইয়াছি ; তোমাদিগের সহৃদয় বান্ধব হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পঞ্চস্থ প্রাপ্ত হইয়াছেন ; এক্ষণে র্তাহার স্মরণার্থ কোন বিশেষ চিন্তু স্থাপন করণ জন্য তোমাদিগের সাধ্যানুসারে সাহায্য করা উচিত। সামান্য পৌত্তলিকদিগের স্যায় তোমাদিগের সংসারের অধিক অর্থ ব্যয় হয় না ; তোমরা শুদ্ধ ঈশ্বরের প্রীতির উদ্দেশে তাহার প্রিয় কাৰ্য্য সাধন করিয়া থাক ; পৌত্তলিক কৰ্ম্মকাণ্ডের সংস্রব রাখ না, সুতরাং দেবপূজক উৎসবপ্রিয় বাঙ্গালি হইতে ব্ৰহ্মজ্ঞানীর সংসার অতি সুলভে নির্বাহ হইয় থাকে, তন্নিমিত্ত এতাদৃশ অসদৃশ সৎসঙ্কল্পে তোমাদিগকেই বিশেষ সাহায্য করিতে হয়, বলিতে গেলে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ব্রাহ্ম ধৰ্ম্মের একজন প্রকৃত আচাৰ্য্য ছিলেন, র্তাহার যত্বেই—র্তাহার পরিশ্রমেই ভবানীপুরে ব্রাহ্ম ধৰ্ম্ম নীত ও উপাসনার্থ সমাজ মন্দির নিৰ্ম্মিত হয়—তাহার স্বদেশহিতচিকীর্ষগুণে সাধারণে যে পরিমাণে কৃতজ্ঞতা প্রকাশ করিবে, তোমাদিগের তদপেক্ষা শতগুণে শোক প্রকাশ করা বিধেয়। প্রিয়চিকীযুর স্মরণ চিন্তু স্থাপন করিলে পৌত্তলিক ধৰ্ম্মে উৎসাহ প্রদান করা হয়, বোধ করি ব্রাহ্ম ধৰ্ম্মে এরূপ লিখিবে না । এক্ষণে র্তাহারে চিরস্মরণীয় করণার্থ ভারতবর্ষের আবালবৃদ্ধ বনিতার প্রাণপণে কায়মনোবাক্যে সাহায্য করা কৰ্ত্তব্য ; যদি আমাদের রামমোহন রায়ের নিকট, বিদ্যাসাগরের নিকট, কৃতজ্ঞতা