পাতা:মহাত্মা কালীপ্রসন্ন সিংহ.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>༢༢ . মহাত্মা কালীপ্রসন্ন সিংহ । হইবে। দ্বিতীয় আহলাদের বিষয় এই, শ্ৰীযুক্ত বাবু কালীপ্রসন্ন সিংহ সম্পাদকতা ভার গ্রহণ করিয়াছেন। বঙ্গভাষার উন্নতি কল্পে র্তাহার সবিশেষ অনুরাগ ও যত্ন আছে। তিনি লাভার্থী নহেন। পরিদর্শকের আয়ের নূ্যনত দর্শন করিলে তিনি যে ভগ্নোৎসাহ হইবেন সে সম্ভাবনা নাই। বৃহদাকার পত্রের নিত্য কাৰ্য্য সমাধান স্বল্প ব্যয়সাধ্য নয়, জগদীশ্বরের কৃপায় তাহার তৎসম্পাদন সামর্থ্যও আছে । আমরা প্রথমাবধি কয়েকখানি পরিদর্শক অভিনিবেশ পূর্বক পাঠ করিলাম। যে যে প্রস্তাব লিখিত হইয়াছে, প্রায় তাহার সমুদায়গুলি অতিশয় হৃদয়গ্রাহী হইয়াছে। সম্বাদাদির বিষয়ে আমরা কিছু অপরিতৃপ্ত আছি। এ বিষয়ে সাপ্তাহিক পত্রের ন্যায় পরিদর্শক যে পরোচ্ছিষ্ট-গ্রাহী হন, ইহা আমাদিগের অভিপ্রেত নহে। সম্পাদক মফস্বলে ও হাইকোর্ট প্রভৃতি স্থানে সম্বাদ সংগ্ৰহাৰ্থ লোক নিয়োজিত করুন, এই আমাদিগের বিশেষ অনুরোধ। প্রথম দিবসের পরিদর্শকের প্রথম প্রস্তাবের কিয়দংশ উদ্ধৃত করিয়া দিলাম, # সম্পাদক সেইটী স্মরণ করিয়া কাৰ্য্য করেন, এই আমাদিগের বাসনা। তাহা হইলে কেবল আমরা পরিতোষ লাভ করিব এরূপ নয়, বঙ্গদেশের মুখও উজ্জ্বল হইবে। “অম্মদেশীয় অধিকাংশ লোক সংবাদ পত্রের তাদৃশ সমাদর করেন না, অনেকে ইহার ফলোপধায়কতার বিষয়ও অবগত নহেন। র্যাহারা ইংরাজী ভাষায় ব্যুৎপত্তি অর্জন করিয়াছেন, প্রস্তাবটী কালীপ্রসপ্লের স্বরচিত বলিয়া বোধ হয়।—গ্রন্থকার।