পাতা:ভূগোল সার.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪০
ভূগোল।

দায় বণিক মিসয় দেশের মধ্য দিয়া গমনাগমন করিতেন এবং তৎকালে আলেকজান্দ্রিয়া প্রধান বাণিজ্য স্থান ছিল।
 গিনী এবং জাঙ্গোএবার দেশের তীরেতে ইউরোপীয়েরা স্বর্ণরেণু হস্থিদন্ত, আবলুসকাষ্ঠ, মূগনাভি এবং ঔষধোপযোগি বহুতর দ্রব্যপ্রাপ্ত হয়েন, এবং এতদ্ব্যতিরিক্ত দাসক্রয় করিতেন।
 গুডহোপ অন্তরীপের বাণিজ্যোপযোগি প্রধান দুব্য মদ্য।
 বুর্ব্বন এবং মরীচদ্বীপে চিনি এবং কাওয়। বিস্তর জন্মে।
 মরক্কো দেশ হইতে উত্তম চর্ম্ম এবং কৃমিদানা আনয়ন করা যায়।


আফ্রিকার অন্তঃপাতি রাজ্য এবং প্রধান নগর।

রাজ্য প্রধান নগর
ইজিপ্ট কেরো
মরক্কো মরক্কো
এল্জিয়র্স এল্জিয়র্স
টুনিস্ টুনিস্
ত্রিপোলি ত্রিপোলি
আসান্তি কুমাজি
ডাহোমি আবোমি