পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o মুর্শিদাবাদের ইতিহাস । ওয়ারেন হেষ্টিংসের সময়ের প্রথম মহারাষ্ট্র যুদ্ধ। ১৭৮২ খৃষ্টাব্দে সালবাইয়ের সন্ধিতে তাহা শেষ হয়। ১৭৯৫ খৃষ্টাব্দে মধুরাও আত্মহত্যা করিলে রঘুনাথরাঙএর পুত্র দ্বিতীয় বাজীরাও পেশওয়াপদে প্রতিষ্ঠিত হন। তিনি হোলকারকর্তৃক উত্যক্ত হইলে, ইংরাজদিগের সাহায্য প্রার্থনা করেন। ১৮০২ খৃষ্টাব্দে বেসিনে ইংরাজদিগের সহিত র্তাহার এক সন্ধি হয়, এই সন্ধিতে বাজীরাও স্বীয় রাজ্যে এক দল ইংরাজ সৈন্ত রাখিতে স্বীকৃত হন। তিনি স্বীয় প্রতিজ্ঞ রক্ষা না করায় দ্বিতীয় মহারাষ্ট্রীয় যুদ্ধ উপস্থিত হয়। গবর্ণর জেনেরাল মাকু ইস অব ওয়েলেসলির সময় ১৮০৩-৪ খৃষ্টাব্দে এই যুদ্ধ সংঘটিত হইরাছিল। এই যুদ্ধে জেনেরাল ওয়েলেদূলি, যিনি পরে ডিউক অব ওয়েলিংটন নামে অভিহিত হন, অত্যন্ত বীরত্ব প্রদর্শন করিয়া আসাই ও আরগায়ের যুদ্ধে সিন্ধিরায় শু নাগপুরের সৈন্তদিগকে পরাজিত করেন। অন্তান্ত মহারাষ্ট্রীয়গণ লর্ড লেক কর্তৃক লাসোয়ারী ও দিল্লীর যুদ্ধে পরাজিত হয়। তাহার পর তের বৎসর ব্যাপিয়া ইংরাজ ও মহারাষ্ট্রীয়দিগের মধ্যে কতিপয় সামান্ত যুদ্ধ হইয়াছিল। গবর্ণর জেনেরাল লর্ড হেষ্টিংসের সময়ে ১৮২৭ খৃষ্টাব্দে পেশওয়া, হোলকার, ও ভোসেলার সহিত তৃতীয় মহারাষ্ট্রীয় যুদ্ধ উপস্থিত হয়। এই যুদ্ধে মহারাষ্ট্ৰীয়ের পরাজিত হইয়া হীনবল হইয় পড়ে। পেশওয়া ইংরাজদিগের বৃত্তিভোগী হষ্টয়া বিঠরে বাস করেন। শিবাজীবংশীয় এক জন সেতারায় রাজা বলিয়া ঘোষিত হন। সেতারারাজকুলের বংশধরের অভাব হওয়ায় ১৮৪৯ খৃষ্টাব্দে সেতারা ব্রিটিশরাজ্যভুক্ত হয়। কোলাপুর অদ্যপি করদ মিত্ররাজ্যরূপে বিদ্যমান আছে । ভোসেলার রাজ্যও ব্রিটিশরাজ্যভুক্ত হইয়াছে। সিন্ধিয়া, হোল