পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতরণিকা । 8ግ করিতে আরম্ভ করেন, এবং নিজামের আদেশে আনোয়ার উদ্দীন ইংরাজদিগের সাহায্য করিতে প্রবৃত্ত হন। নাজিরজঙ্গ ত্রিচিন্নাপল্লী হইতে মহম্মদ আলিকে আহবান করেন, ও ইংরাজদিগের নিকট সাহায্য চাহিয়া পাঠান। ১৭৪৯ খৃষ্টাব্দে মেজর লরেন্স সুবাদারের সাহায্যার্থে প্রেরিত হন। উভয় পক্ষে যুদ্ধ উপস্থিত হইলে, ফরাসীসেনাপতি কোন কারণবশতঃ চাদ সাহেব ও মজঃফরকে পরিত্যাগ করিয়া চলিয়া যান। অবশেষে মজঃফর বন্দী হইলে চাদ সাহেব পণ্ডিচেরীতে পলায়ন করেন । ইহার পর ডিউপ্লে পুনৰ্ব্বার নাজিরের নিকট সন্ধির প্রার্থনা করিয়া পাঠান। সেই সময়ে সুবাদার আর্কটে উপস্থিত হন । ১৭৫০ খৃষ্টাব্দে ফরাসীরা মছলীপত্তন অধিকার করিয়া জিনজী দুর্গ গ্রহণের চেষ্টা করে । ফরাসীদিগের প্রস্তাবিত সন্ধিতে স্বীকৃত না হইয়া নাজিরজঙ্গ জিন্‌জী রক্ষার্থ অগ্রসর হন। কিছু দিন যুদ্ধের পর আবার সন্ধির প্রস্তাব উপস্থিত হয়। সেই সময়ে নাজিরজঙ্গ শিবিরমধ্যে জনৈক বিশ্বাসঘাতককর্তৃক নিহত হঠলে, মজঃফরজঙ্গ স্ববাদারী লাভ করেন। ডিউল্পে, কৃষ্ণ হইতে কুমারিকাপৰ্য্যস্ত সমস্ত করমণ্ডল উপকূলের একমাত্র কৰ্ত্ত হইয় উঠেন, ও চাদ সাহেবকে র্তাহার সহকারীরূপে আর্কটের নবাব নিযুক্ত করেন। ইহার পর মজঃফরজঙ্গ জনৈক পাঠানকর্তৃক নিহত হইলে ফরাসী সেনাপতি বুলী নিজামের অপর পুত্র সালাবৎ জঙ্গকে সুবাদারী প্রদান করেন। মহম্মদআলি ত্রিচিন্নাপল্লীতে আপনাকে স্বাধীন বলিয়া ঘোষণা করার চেষ্টা করিলে চাদ সাহেব তাহাকে দমন করার জন্ত আর্কট হইতে ধাবিত হন। পথিমধ্যে ইংরাজদিগের সহিত একটা যুদ্ধ উপস্থিত