পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నీy মুর্শিদাবাদের ইতিহাস। পৰ্য্যস্ত ললিতাদিত্যের রাজত্বকাল স্থির হুইয়া থাকে। কুষ্ঠাং , ঙাহার মৃত্যুর পর ৭১• শাকে গোঁড়াধিপতি ধৰ্ম্মপালের সভায় বাকৃপতির বর্তমান থাকা নিতাস্ত অসঙ্গত বলিয়া বোধ হয় মা । আমরা বারম্বার ষে রাজেন্দ্র চোলদেবের দিগ্বিজয়ের কথা বলিয়াছি, তাহারও সময় হইতে ধৰ্ম্মপাল ও মহীপালের সময় নির্ণীত হয়। রাজেন্দ্র চোল বা কোপ্পরকেশরী তামিল ক্ষৰি কম্বনের প্রধান সহায় ছিলেন । কম্বন তাহার রামায়ণের একটা শ্লোকে ৮e৮ শাকে রাজেন্দ্র চোলদেবের বর্তমান থাকার কথা উল্লেখ করিয়াছেন । * আমাদের বিবেচনায় উক্ত সময় প্রাজেঞ্জ চোলদেবের রাজত্বের শেষ ভাগ হইবে। সাধারণত: নৃপতিগণের দিগ্বিজয়ের প্রথানুসারে রাজেন্দ্র চোলের রাজত্বের প্রথম ভাগে উাহারও দিগ্বিজয় সংঘটিত হইয়াছিল । সুতরাং ৭০৮ শাকে তৎকর্তৃক ধৰ্ম্মপাল মহীপালপ্রভৃতি যে পরাজিত হইয়াছিলেন, এরূপ অকুমান ফরা যাইতে পারে। ধৰ্ম্মপাল যে দীর্ঘকাল ব্যাপিয়া রাজত্ব করিয়াছিলেন, র্তাহার বিবরণ আলোচনা করিলে তাহার প্রতীতি হইয় থাকে। সুতরাং ৭•৭ শাকে তাহার রাজত্বারস্ত ও ৭১. শাকে তৎকর্তৃক গৌড়বিজয় হইলে ৭৫৮ শাক বা ৮৩৬ খৃষ্টাব্দে তিনি ও মহীপাল যে রাজেন্দ্র চোলকর্তৃক পরাজিত হইয়াছিলেন, তাহ অনায়াসেই স্বীকার করা যাইতে পারে। + এই সমস্ত প্রমাণ আলোচনা করিলে ৭৪১ শাকেই সাগরী

  • Indian Antiquary Vol. YTI. P. 172. . . . . ;

S BB BBBBB BB LL BBBB BBBBD DDDDD DD DDCLLS DDDS DD DDD DBB BBZH DDu DDD DBBHDD DZBBK `श्रीब्र७ किछू शैौर्ष कङ्ग! श्रांशष्टक । -