পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬৩- মুর্শিদাবাদের ইতিহাস। রাজস্ব আনয়ন করিতে গিয়া পরাজিত হইলে, সাজাদা পুনৰ্ব্বার ৫ হাজার সৈন্ত প্রেরণ করেন এবং পাছে মুর্শিদকুলী পলায়ন করিয়া কলিকাতায় আশ্রয় লন, সেই জন্য দেওয়ানকে ধৃত করিয়া পাঠাইবার জন্য ইংরাজদিগের প্রতি আদেশ দেন। এই সময়ে দেওয়ানের প্রেরিত বাদসাহের খাজান ফরখ সেরের পক্ষ হইতে এলাহাবাদে আটক করা হয়। মুর্শিদকুলী খার সহিত গোলযোগ উপস্থিত হইলে, ফরখ সেরের অনুচর মির্জ আজমীরী বা আফ্রিসিয়ার খার ৯ ভ্রাত রসীদ খা সাজাদার নিকট হইতে বাঙ্গলশাসনের অনুমতি লইয়া তাহার সৈন্যসহিত মুর্শিদাবাদাভিমুখে অগ্রসর হন । তিনি সসৈন্তে তিলিয়াগডডী ও শকরৗগলিতে আসিয়া উপস্থিত হইলেন। কুলী খাঁ উক্ত সংবাদ অবগত হইয়া নগর বাহিরে ২ সহস্ৰ অশ্বারোহী সৈন্তকে শিবির সন্নিবেশের আদেশ প্রদান করিলেন। পরে সাধ্যানুসারে বহুসংখ্যক পদাতিক সংগ্ৰহ করিয়া কতিপয় কামানের সহিত রসীদ খাঁর আগমনের অপেক্ষা করিতে লাগিলেন । রসীদ খ মুর্শিদাবাদের তিন ক্রোশ দূরে উপস্থিত হইলে, তিনি জৌনপুরবাসী সৈয়দ আনোয়ার ও মীর বাঙ্গালী নামক দুই ব্যক্তির উপর যুদ্ধের ভার অর্পণ করিলেন। উভয়পক্ষে যুদ্ধ উপস্থিত হইলে, আনোয়ার নিহত হইল এবং মীর বাঙ্গালী অগত্যা বাধ্য হইয়া প্রত্যবৰ্ত্তন করিতে আরম্ভ করিল। কুলী খাঁ এই প্রকার বিপদের সংবাদ ब्रज्ञैौम थ1 ।। ৬ আফ্রিসিয়ার ধার বীরত্বের কথা মুসলমান লেখকগণ কীৰ্ত্তন করিয়া থাকেন। ফরখ সেরের রাজমহল হইতে যাওয়ার সময় মুলুক ময়দান সৰি তোপ শকরৗগলির নিকটে বসিয়া যাওয়ায়, আফ্রিলিয়ার ধ। তাহ নাকি উত্তোলন করিয়াছিলেন ।