পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । 8ᎼᎽᏬ প্রায় সমগ্ৰ বৰ্দ্ধমান চাকলা ব্যাপিয়া, এবং হুগলী ও মুর্শিদাবাদের কোন কোন পরগণা লইয়া বৰ্দ্ধমান 3. জমীদারী বিস্তৃত ছিল। এই প্রসিদ্ধ জমীদারীর বর্ধমান । উৰ্ব্বর ভূখণ্ডে ধান্ত, তুলা, রেশম, ইক্ষু প্রভৃতি উৎপন্ন হইত। বৰ্দ্ধমান, কৃপী, রাধানগর, দেওয়ানগঞ্জ প্রভৃতি ইহার তৎকালীন প্রসিদ্ধ নগর বলিয়া অবগত হওয়া যায়। খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীতে অবুরায় নামে একজন কপূর ক্ষত্রিয়বংশীয় পঞ্জাবী বৰ্দ্ধমানের কোতোয়াল ও তাহার নিকটবৰ্ত্তী কোন কোন স্থানের চৌধুরী বা রাজস্বসংগ্রাহকের পদে নিযুক্ত হন। এই আবুরায়ই বৰ্দ্ধমান রাজবংশের প্রতিষ্ঠাতা। র্তাহার পুত্র বাবুল্লায় বৰ্দ্ধমান এবং আরও তিনট পরগণার জমীদারী প্রাপ্ত হইয়াছিলেন। বাবুরায়ের পুত্র ঘনশুামও পৈতৃক জমীদারী লাভ করেন, পরে তাহার পুত্র কৃষ্ণরাম রায় বৰ্দ্ধমান জমীদারীর আয়তন বৃদ্ধি করিয়াছিলেন। এই কৃষ্ণরায়ের সময় সভা সিংহের বিদ্রোহ উপস্থিত হয়, এবং কৃষ্ণরাম রায়কে তাহতেই জীবন বিসর্জন দিতে হইয়াছিল। বিদ্রোহাবসানে কৃষ্ণরামের পুত্র জগৎরাম রায় পৈতৃক জমীদারী ও বাদসাহ আলমগীরের নিকট হইতে ফাৰ্ম্মান প্রাপ্ত হন। জগৎরামই বৰ্দ্ধমান রাজবংশের প্রথম রাজা বলিয়া কথিত হইয়া থাকেন। জগৎরামের মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠ পুত্র কীৰ্ত্তিচন্দ্ৰ বৰ্দ্ধমানেশ্বর হন। কীৰ্ত্তিচন্দ্রের গৌরব-কাহিনী সমস্ত বঙ্গদেশে পরিব্যাপ্ত হইয়াছিল। তিনি চন্দ্রকোণ, বৰ্দ্দ, বালঘর ; এবং বিষ্ণুপুর ও বীরভূমের অনেক ভূভাগ আপনার জমীদারীভূক্ত করিয়া লন। কীচিত্রেরই সহিত ১৭২২ খৃঃ অব্দে মুর্শিদকুলী খাঁ বৰ্দ্ধমান জমীদারীর বন্দোবস্ত করেন। বৰ্দ্ধমান জমীদারীতে বৰ্দ্ধমান চাকলার বদ্ধমান, আজমসাহী, মজঃ