পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায় । © ☾ চাদলাই প্রভৃতি জমীদারী ; ইহা চাকলা মুর্শিদাবাদ, ঘোড়াঘাট, আকবরনগর ও জাহাঙ্গীরনগরের মধ্যে ভিন্ন ভিন্ন তালুকে বিভক্ত ছিল। সম্ভবতঃ এগুলি সরকারের কোন হিন্দু কৰ্ম্মাচারীকে প্রদত্ত হইয়াছিল। ৭ পরগণায় ৫৫,৭২৯ টাকা জমা দেখা যায়। উহাদের মধ্যে চাদলাই তালুক মহানন্দ ও পদ্মার সঙ্গমস্থলের নিকট অবস্থিত ছিল। চাদলাই পরে সত্ৰাজিৎ ও ভোলানাথের মধ্যে বিভক্ত হয়। (১১) পাতলেদহ ও কুণ্ডী ; চাকলা ঘোড়াঘাটের অন্তর্গত এই দুই জমীরারীর ৭ পরগণায় ৬৬,৬৩২ টাকা বন্দোবস্ত হয়। পরে পাতলেদহ প্রভৃতি রাজসাহী জমীদারীর অন্তভূত হইয়াছিল। ( ১২ ) সন্তোষ প্রভৃতি ; ইহারাওঘোড়াঘাটের মধ্যস্থ,এই জমীদারী প্রথমে রঘুনাথের সহিত বন্দোবস্ত হয়, পরে দিনাজপুর ও রঙ্গপুর জমীদারীর সহিত মিশিয়া যায় । ২ পরগণায় ৯৪,৮০৭ টাকা জমা ধাৰ্য্য হইয়াছিল। (১৩) আলাপসিং ও ময়মনসিং ; পূৰ্ব্বে ঠিকৃরার মহম্মদ মেহেন্দীর সহিত ইহাদের বন্দোবস্ত ছিল, পরে ঢাকা বিভাগের অন্তভূত হয় । ২ পরগণায় ৭৫,৭৫৫ টাকা জমা বন্দোবস্ত দৃষ্ট হইয়া থাকে। (১৪) সাতসইকা ; সরকার সেলিমাবাদ ও চাকলা মুর্শিদাবাদের অন্তর্গত এই জমীদারী মহম্মদ এক্রাম চৌধুরীর সহিত ৩ পরগণায় ৫১,১৬৭ টাকায় জমা বন্দোবস্ত হইয়াছিল । ( ১৫ ) মহম্মদ-আমীনপুর ; সরকার ও চাকলা সাতগার অন্তর্গত এই জমীদারী হুগলী । হইতে কলিকাতার পর পার পর্য্যন্ত ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত ছিল। কায়স্তবংশোদ্ভব রামেশ্বরের সহিত ইহার বন্দোবস্ত দৃষ্ট হয়। রামেশ্বরের পর তৎপুত্র রঘুদ্রাস ও তৎপৌত্র গোবিন্দদাসকে মহম্মদ-আমীনপুরের জমীদার বলিয়া দেখা যায়। ১৪ পরগণায় ১,৪০,০৪৬ টাকা জমা বন্দোবস্ত হইয়াছিল। (১৬) পাত্তাস, খড়দহ