পাতা:কুলপীযূষ প্রবাহঃ.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ג - למ C י দ্বিতীয়, অতঃপর যদি বল কলিতে ক্ষত্রিয় নাই ভঙ্গুত্তরে এই বলি বৈবাহিক ভূমি নাকি মরিয়াছ কেন না এই কলিযুগ প্ৰবৰ্ত্তাবধি চন্দ্রবণশীয় ক্ষত্রিয় রাজ যুধিষ্ঠির দেবের বণশ্য কয়েক শতবর্ষ রাজত্ব করিয়াছিলেন, দেখ, রাজ বিক্রমাদিত্য প্রভূতি কয়েক পুরুষ এই কলিযুগেই রাজত্ব করিয়াছেন বিশেষতঃ জয়পুরে ক্ষত্রিয় মহারাজ সেওয়ায় জয় সিনহ বাহ দুর অশ্বমেধ যজ্ঞ করণার্থ নিয়ম কাল মত স্বর্ণর্গাভীর উদর মধ্যে প্রৰিষ্ট থাকিয় পুনর্নির্গত হইয়৷ বিধি ব্যবস্থা মতে আপন পত্নীর দ্বারা মাষকলাই সিদ্ধ করাইয়। রাজা স্বয়৭ নিজ হন্তে পরিবেশন পূর্বক যাবতীয় বুক্ষণ ঠাকুর মহাশয় গণকে ভোজন করাইয়। এই কলিযুগে কত শত কোটা মুদু ব্যয় দ্বার প্রায় ক্ষত্রিয় যাবৎ ধৰ্ম্ম রক্ষণ পূৰ্ব্বক অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন তৎ প্রমাণ যথা জয় সি...ই নামাবলী । অপর যোধপুরের ক্ষত্রিয় মহারাজগণ আপন আপন ক্ষত্ৰিয় ধৰ্ম্ম রক্ষণার্থে কোটাকোটামুদু অদ্যাপিও ব্যয় করিয়া আসিতেছেন অধিকন্তু প্রধান প্রধান মহারাজ সকল ও প্রধান প্রধান ধনাঢ্য ক্ষত্রিয়গণে উত্তর পশ্চিম দেশ পরিপূরিত দুষ্ট হইতেছে অধুনা বুহ্ম দেশাদিতে স্বাধীন ক্ষত্রিয় মহারাজগণ অনেকেই বিরাজ করিতেছেন এবঞ্চ এতদ্দেশে বন্ধৰ্মানাধি পতি ক্ষত্রিয় মহারাজ তথ। ক্ষত্রিয় মহারাজ সুন্দরনারায়ণ ও মল্প উপাধি যুক্ত বীরভূমির ক্ষত্রিয় মহারাজ প্রভূতি দিবাকর